করোনা যুদ্ধে পুলিসকর্মীদের পাশে ফুটবলারদের সংগঠন Players for Humanity

এবার অভিনব উপায়ে পুলিসকর্মীদের পাশে দাঁড়ালেন সুব্রত পাল, প্রবীর দাস, প্রণয় হালদার, ডেনশন দেবদাস, মহম্মদ রফিকের মতো ফুটবলাররা।

Updated By: May 8, 2020, 09:12 PM IST
করোনা যুদ্ধে পুলিসকর্মীদের পাশে ফুটবলারদের সংগঠন Players for Humanity

নিজস্ব প্রতিবেদন: পুলিসকর্মীদের পাশে দাঁড়াল ফুটবলারদের সংগঠন Players for Humanity। করোনা যুদ্ধে সামনে থেকে লড়াই করছেন পুলিসকর্মীরা। ইতিমধ্যেই মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন বেশ কয়েকজন পুলিসকর্মী।

এবার অভিনব উপায়ে পুলিসকর্মীদের পাশে দাঁড়ালেন সুব্রত পাল, প্রবীর দাস, প্রণয় হালদার, ডেনশন দেবদাস, মহম্মদ রফিকের মতো ফুটবলাররা। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম অস্ত্র হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। সেই মতোই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর হোমিওপ্যাথি ওষুধ পুলিসের হাতে তুলে দিল ফুটবলারদের সংগঠনটি।

শুক্রবার ব্যারাকপুর পুলিস কমিশনারেটে গিয়ে পুলিস কমিশনার মনোজ ভার্মার  হাতে পর্যাপ্ত ওষুধ তুলে দেন ফুটবলাররা। ওষুধ পাওয়ার ব্যাপারে ফুটবলারদের সাহায্য করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। Players for Humanity এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ব্যারাকপুর পুলিস কমিশনারেট। পরবর্তী সময় বিধান নগর পুলিস, হাওড়া পুলিস আর কলকাতা পুলিসের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

 

আরও পড়ুন- করোনার ধাক্কায় অনিশ্চিত কলকাতা লিগ! হাল ছাড়তে নারাজ IFA

.