WATCH | Wrestlers Protest: সংসদ ভবনের রাস্তায় বুক ভাঙা ছবি! কুস্তিগিরদের আটকে পুলিস টেনে-হিঁচড়ে ফেলল রাস্তায়
Police Detain Protesting Wrestlers As They March Towards New Parliament: দিল্লি পুলিস প্রতিবাদী কুস্তিগিরদের 'মহিলা সম্মান মহাপঞ্চায়েত' মিছিল আটকে দিল। দেশের কন্যাদের প্রতি এই আচরণের, তীব্র প্রতিবাদ দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের।
![WATCH | Wrestlers Protest: সংসদ ভবনের রাস্তায় বুক ভাঙা ছবি! কুস্তিগিরদের আটকে পুলিস টেনে-হিঁচড়ে ফেলল রাস্তায় WATCH | Wrestlers Protest: সংসদ ভবনের রাস্তায় বুক ভাঙা ছবি! কুস্তিগিরদের আটকে পুলিস টেনে-হিঁচড়ে ফেলল রাস্তায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/28/422696-wrestlers-protest.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) নতুন সংসদ ভবনের (New Parliament Inauguration) উদ্বোধন করলেন রবিবার। তবে রবির সকালে সংসদ ভবনের বাইরের যে ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা দেখে শিউরে উঠেছেন অনেকেই। মানতে পারছেন না দেশের ক্রীড়াপ্রেমীরা। এদিন যৌন হেনস্থায় অভিযুক্ত সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) গ্রেফতারের দাবিতে কুস্তিগিররা, যন্তরমন্তর থেকে নতুন সংসদ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিল্লি পুলিস তাঁদের আটক করে। ব্যারিকেড দিয়ে পথ রুখে দেয়। বিভিন্ন রাজ্যের খাপ পঞ্চায়েত, কৃষক ও আন্দোলনকারী কুস্তিগিরদের সমর্থনে 'মহিলা সম্মান মহাপঞ্চায়েত'-এর ডাক দেওয়া হয়েছিল। এই মিছিলই আটকে দেয় পুলিস। পুলিসের সঙ্গে কুস্তিগিরদের ধস্তাধস্তি, অভব্যতার ছবিও ভাইরাল হয়ে গিয়েছে। দিল্লি মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal) কুস্তিগীরদের করুণ অবস্থার ছবি ও ভিডিয়ো ট্যুইট করেছেন। স্বাতী ট্য়ুইট করে লিখেছেন, 'যে মেয়েরা বিদেশের মাটিতে তেরঙা উড়িয়েছে, সেই মেয়েদের আজ রাস্তায় টেনে-হিঁচড়ে নামানো হয়েছে। এভাবে দেশের পতাকার অপমান করা হচ্ছে।'
আরও পড়ুন: Wrestlers Protest: 'পসকো আইনকে বদলে দেব'! আলটপকা মন্তব্য করে বিতর্কে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ
গত ২৩ এপ্রিল থেকে যন্তর মন্তরে ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে ধরনায় বসেছেন দেশের প্রথমসারির কুস্তিগীররা। যৌন হেনস্তার দায়ে তাঁকে অবিলম্বে আটক করা হোক, এই দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক , বজরং পুনিয়ারা। তবে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো-সহ দুটি মামলা দায়ের হলেও এখনও তাঁকে গ্রেফতার করা হয়নি। এদিকে কয়েকদিন আগে ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি নিজের সোশ্যাল সাইটে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, 'আমি নারকো টেস্ট, পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর করাতে রাজি আছি। তবে আমার একটি শর্ত আছে। এই পরীক্ষাগুলো করতে বসতে হবে ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়াকেও। যদি এই দুই কুস্তিগীর পরীক্ষা করাতে রাজি থাকেন, তবে সংবাদমাধ্যমকে ডাকুন ও ঘোষণা করুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পরীক্ষা করানোর জন্য আমি প্রস্তুত রয়েছি।' কুস্তিগিরদের আন্দোলন প্রতিদিনই আরও জোরাল হচ্ছে।