প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের নিলামে সিন্ধু-মারিন ঝড়, সাইনার দলে বাংলার ঋতুপর্ণা
মারিনকে নিলামে হারানোর আক্ষেপ হায়দরাবাদের মিটল সিন্ধুর দলে ফিরে আসায়।
নিজস্ব প্রতিবেদন : বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন এবং ভারতীয় শাটলার পি ভি সিন্ধুকে নিয়ে সোমবার প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগের নিলামে ঝড় উঠল। শেষ পর্যন্ত মারিন নতুন ফ্র্যাঞ্চাইজি পুণে সেভেন এসেস-এ এবং সিন্ধু ফিরে এলেন পুরনো দল হায়দরাবাদ হান্টার্সে। নর্থ ইস্ট ওয়ারিয়র্স সাইনা নেহওয়ালের সঙ্গে খেলবেন বাংলার শাটলার ঋতুপর্ণা দাস। দুই আইকন শাটলার সিন্ধু আর মারিনের জন্য প্রায় চারটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮০ লক্ষ টাকা দর হেঁকেছিল। শেষ পর্যন্ত 'ড্র অব লট' অর্থাত্ লটারির মাধ্যমে ভাগ্য নির্ধারিত হয়। গত বছর হায়দরাবাদ হান্টার্সকে চ্যাম্পিয়ন করাতে বড় অবদান ছিল মারিনের। সেই মারিন গেলেন নতুন ফ্র্যাঞ্চাইজি পুণে সেভেন এসেস-এ। মারিনকে নিলামে হারানোর আক্ষেপ হায়দরাবাদের মিটল সিন্ধুর দলে ফিরে আসায়। পাশাপাশি সাইনা নেহওয়াল গেলেন নর্থ ইস্ট ওয়ারিয়র্স দলে এবং কিদাম্বি শ্রীকান্ত বেঙ্গালুরু র্যাপ্টর্সে।
An intriguing Season 4 awaits with energetic lineups and a new team to fight for the coveted title.
How excited are you!? pic.twitter.com/ziU3iQ4c6i— PBL India (@PBLIndiaLive) October 8, 2018
এ ছাড়া নিলামে চমক ছিল ইন্দোনেশিয়ার টমি সুগিয়ার্তোকে নিয়ে। আইকন না হলেও তিনি ৭০ লক্ষ টাকা দর পান। দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তুমুল লড়াইয়ের পরে দিল্লি ড্যাশার্স সুগিয়ার্তোকে তাঁর ন্যুনতম দরের প্রায় দ্বিগুণ অর্থ খরচ করে কিনল। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে উঠতি ডাবলস তারকা সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডির দর সবচেয়ে বেশি উঠল। তাঁকে দলে নিতে হায়দরাবাদের সঙ্গে লড়াই ছিল আহমেদাবাদ স্ম্যাশ মাস্টার্সের। শেষ পর্যন্ত আহমেদাবাদ তাঁকে কেনে ৫২ লক্ষ টাকায়। যা তাঁর ন্যুনতম দরের (১৫ লাখ) তিন গুণেরও বেশি। এদিকে ৮০ লক্ষ টাকায় নর্থ ইস্ট ওয়ারিয়র্স কিনল সাইনা নেহওয়ালকে। এই দলে রয়েছেন বাংলার শাটলার ঋতুপর্ণা দাস। হলদিয়ার মেয়ে হলেও বাংলা নয়, ঋতুপর্ণা থাকেন হায়দরাবাদে। গোপীচাঁদ একাডেমিতেই দীর্ঘদিন অনুশীলন করেন। কিছুদিন আগে পোলিশ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট চাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২২ ডিসেম্বর থেকে মুম্বইয়ে শুরু হতে চলেছে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ। ফাইনাল ১৩ জানুয়ারি বেঙ্গালুরুতে।