বিরাট বধের পরিকল্পনা তৈরি, প্রত্যয়ী প্রোটিয় কোচ গিবসন
ইংল্যান্ডে ভারতের ৪-০ ভরাডুবির কথা মনে করিয়ে দিয়ে আফ্রিকান কোচ আরও বলেন, `সে সময়ের ইংল্যান্ডের বোলিং আক্রমণ বেশ ভাল ছিল। তবে ভারত এবার বিশ্বের শ্রেষ্ঠ বোলিং আক্রমণের মুখোমুখি হবে।`
ওয়েব ডেস্ক: আগুনের মোক্ষম দাওয়াই জলই, বিলক্ষণ জানেন দক্ষিণ আফ্রিকার কোচ গিবসন। আর সে কারণেই 'গোলাগুলি'-র মধ্যেও শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা করছেন ৪৮ বছর বয়সী প্রোটিয় কোচ। ইংল্যান্ডে 'বিরাট বধের' ফ্ল্যাশব্যাক থেকেই কেপটাউনে ছক কষছেন এই বোলিং পণ্ডিত। ২৫ বছরের রেকর্ড অক্ষত রাখার পর এবার কঠিন চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার সামনে, তাই ভারতীয় দলকে সমীহ করেই গিবসন বলছেন, "আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ ভারত।"
আরও পড়ুন- এক ম্যাচে ১০ শতরান করা বিস্ময় বালকের ব্যাটে খরা, স্কলারশিপ ফেরাল বাবা
রাবাদা, ফিলান্ডার, ক্রিস মরিস, মর্নি মর্কেল, ডেল স্টেইন এবং কেশব মহারাজ বনাম ভারতীয় ব্যাটিং, ইংরাজি প্রবাদে এক কথায় 'ক্রিকেট অ্যাট ইটস বেস্ট'। বিরাটের জন্য আলাদা পরিকল্পনা তো রয়েছেই, ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ পূজারা সহ ধাওয়ান, বিজয় প্রত্যেকের জন্যই যে ভিন্ন ছক কষেছেন তা সাফ জানালেন দুপ্লেসিসদের হেডস্যার। গিবসনের কথায়, "বিরাটের জন্য আমাদের আলাদা পরিকল্পনা তো আছেই, সব খেলোয়াড়দের জন্যই ফাঁদ তৈরি।" ইংল্যান্ডে ভারতের ৪-০ ভরাডুবির কথা মনে করিয়ে দিয়ে আফ্রিকান কোচ আরও বলেন, "সে সময়ের ইংল্যান্ডের বোলিং আক্রমণ বেশ ভাল ছিল। তবে ভারত এবার বিশ্বের শ্রেষ্ঠ বোলিং আক্রমণের মুখোমুখি হবে।"
আরও পড়ুন- ৪৭-এ পা দিল ওডিআই, পৃথিবীর প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া