কোহলির মুখে ঋদ্ধির বিরাট প্রশংসা

Updated By: Mar 20, 2017, 11:18 PM IST
কোহলির মুখে ঋদ্ধির বিরাট প্রশংসা

ব্যুরো: ফের ঋদ্ধিমানের প্রশংসায় পঞ্চমুখ বিরাট কোহলি। রাঁচি টেস্ট ড্র হলেও দলের ক্রিকেটারদের খেলায় খুশি ভারত অধিনায়ক। তবে চেতেশ্বর পূজারা-ঋদ্ধিমানের অনবদ্য ব্যাটিংয়ে মুগ্ধ কোহলি। তার মতে এই দুই ব্যাটসম্যানের অবিশ্বাস্য ব্যাটিংয়ের জন্য ছশো রান পেয়েছে দল। কোহলি বলেন পূজারা দলের সম্পদ আর ঋদ্ধিমান ইউটিলিটি ক্রিকেটার। বাংলার এই উইকেটরক্ষক সব ভূমিকাতেই সফল বলে দাবি বিরাটের।
                 
বাংলার অপর ক্রিকেটার মহম্মদ শামি বিজয় হাজারে ট্রফিতে চার উইকেট পাওয়ায় নয়া অক্সিজেন পাচ্ছেন কোহলি। তবে ধরমশালায় শামি দলে কামব্যাক করবেন কি না তা নির্বাচকদের উপরই ছেড়ে দিয়েছেন। এদিকে ম্যাচ ড্র হলেও রাঁচির পিচকে একেবারেই দায়ী করতে চান না কোহলি। (এখনও পর্যন্ত খেলা সেরা ইনিংস এটাই বললেন ঋদ্ধিমান সাহা

.