স্পিনে ভাঙল কোমর, উমেশের আগুনে পুড়ল লেজ, অস্ট্রেলিয়া ২৫৬/৯

ঘূর্ণিপাকে আটকে গেল পা, কোমর ভাঙল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের। স্মিথদের ব্যাটিং অর্ডারে ৫ উইকেট টপা টপ আউট স্পিন মন্ত্রেই। বাকি ৪ উইকেট এসেছে উমেশের পেস আক্রমণে। সব মিলিয়ে ৯ উইকেট খুইয়ে পুনে টেস্টের প্রথম দিনে ২৫০ রানের গণ্ডি পেরিয়েছে অজিরা। শেষের দিকে মিচেল স্টার্কের ঝড়ের গতিতে অর্ধ শতরান, মুখ বাঁচিয়েছে অস্ট্রেলিয়ার।  

Updated By: Feb 23, 2017, 04:35 PM IST
স্পিনে ভাঙল কোমর, উমেশের আগুনে পুড়ল লেজ, অস্ট্রেলিয়া ২৫৬/৯

ওয়েব ডেস্ক: ঘূর্ণিপাকে আটকে গেল পা, কোমর ভাঙল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের। স্মিথদের ব্যাটিং অর্ডারে ৫ উইকেট টপা টপ আউট স্পিন মন্ত্রেই। বাকি ৪ উইকেট এসেছে উমেশের পেস আক্রমণে। সব মিলিয়ে ৯ উইকেট খুইয়ে পুনে টেস্টের প্রথম দিনে ২৫০ রানের গণ্ডি পেরিয়েছে অজিরা। শেষের দিকে মিচেল স্টার্কের ঝড়ের গতিতে অর্ধ শতরান, মুখ বাঁচিয়েছে অস্ট্রেলিয়ার।  

টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ইনিংস শুরু করতে আসেন ম্যাট রেনশো এবং ডেভিড ওয়ার্নার। শুরুটা ভাল করলেও উমেশের বলে বোল্ড হয়ে ফিরে যান ইনফর্ম ব্যাটসম্যান ওয়ার্নার। এরপর অশ্বিন, জাদেজা আর যাদব এই ত্রিফলা স্পিন অ্যাটাকের কাছে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি ক্যাপ্টেন স্মিথ। অশ্বিনের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ২৭ রানেই ২২ গজ ছাড়েন স্মিথ। এরপর একের পর এক উইকেট ডাউন। ক্রিজে দাঁড়িয়ে ছিলেন একমাত্র ওপেনার ম্যাট রেনশোই। দিনের শেষ সেশনে অশ্বিনের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনিও। অজি ব্যাটিং লাইন আপে তিনিই সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেছেন।  

এদিন শুরু থেকেই স্পিন অ্যাটাক নিয়ে আসেন ক্যাপ্টেন কোহলি। খেলা শুরুর দ্বিতীয় ওভারেই বল করতে আসেন অশ্বিন। নতুন বলে কোনও স্পিন বোলার দ্বিতীয় ওভারেই বল করছেন, এমনটা টি-টোয়েন্টিতে প্রায়ই দেখা গেলেও টেস্ট ক্রিকেটে বিরল। তবে বিরাট তাঁর প্ল্যান অনুযায়ীই এগিয়েছেন, দেরি না করে স্পিনেই ভোতা করে দিয়েছেন অজিদের ব্যাটিংয়ের ধার। তবে স্পিনের সঙ্গেই বলে আগুন ঝড়িয়েছেন পেস বোলার উমেশও। পুনে টেস্টে ভারতের বোলিং ব্রিগেডের মধ্যে সবথেকে বেশি উইকেট নেন উমেশ যাদব (৪ উইকেট)।  ২ টি করে উইকেট পেয়েছেন অশ্বিন এবং জাদেজা। একটি উইকেট নিয়েছেন জয়ন্ত যাদব।

.