নিজস্ব প্রতিবেদন : স্বপ্নের ফর্মে পিভি সিন্ধু। থাইল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার। বিশ্বের তিন নম্বর শাটলার সিন্ধু সেমি ফাইনালে হারালেন গ্রেগোরিয়া মারিস্কা তুনজুংকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - নির্মীয়মাণ স্টেডিয়ামে চোর ঢুকল প্যারাশুটে চড়ে


শনিবার ব্যাঙ্ককে সেমি ফাইনালে ইন্দোনেশিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথম গেম জিতে নেন ২৩-২১ য়ে। কিন্তু দ্বিতীয় গেমেই তুনজুংয়ের কাছে হেরে বসেন সিন্ধু। এর পর তৃতীয় গেমে মারিস্কাকে আর দাঁড়াতে দেননি হায়দরাবাদী তরুণী। ২১-৯ য়ে তৃতীয় গেম জিতে নেন সিন্ধু। ২৩-২১, ১৬-২১, ২১-৯ গেমে মারিস্কা তুনজুংকে হারিয়ে থাইল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু।


আরও পড়ুন - বিশ্বকাপ ফাইনালের ২৪ ঘণ্টা পরই নতুন অবতারে রোনাল্ডো


রবিবার ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ জাপানের নোজোমি ওকুহারা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের অ্যাকশন রি-প্লে থাইল্যান্ড ওপেনের ফাইনালেও। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওকুহারার কাছে হেরেছিল সিন্ধু। এবার থাইল্যান্ড ওপেনে জিততে মরিয়া কমনওয়েলথ গেমসে রূপোজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা।