২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করতে তাঁরা প্রস্তুত। জানিয়ে দিয়েছেন জাপান ফুটবল সংস্থার সভাপতি। কাতারে দুহাজার বাইশ বিশ্বকাপের আসর বসতে চলেছে। কিন্তু কাতার বিশ্বকাপের আয়োজন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। ফলে চাপে ফিফা। এই অবস্থায় এগিয়ে এসেছে জাপান।
আসলে ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কাঠগড়ায় রয়েছে কাতার সরকার। অভিযোগ, কাতার বিশ্বকাপের পরিকাঠামো তৈরিতে যেসব শ্রমিকরা কাজ করছেন, তাঁদের সঙ্গে দুর্ব্যাবহার করা হচ্ছে। প্রায় একহাজার ভারতীয় শ্রমিকের মৃত্যুও হয়েছে। এমনটা কাতারে ভারতীয় দুতাবাস থেকে জানানো হয়েছে। এই সব ঘটনার পর কাতারের বিশ্বকাপ প্রস্তুতির উপর কড়া নজর রাখছে ফিফার এথিক্স কমিটি। সেক্ষেত্রে বিশ্বকাপ আয়োজনের সুযোগ যদি কাতার হাতছাড়া করে তাহলে তাঁরা প্রস্তুত বলে জাপান ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল জাপান।
এদিকে, ফুটবল জ্বরে ক্রমশই আক্রান্ত হয়ে উঠছে বিশ্ব। আর এই জ্বরের উত্তাপ আরও বেরে গেল সোমবার। গতকাল সরকারিভাবে প্রকাশ্যে আনা হল বিশ্বকাপের স্টিকার অ্যালবাম। একটি বেসরকারি কোম্পানি এই স্টিকার অ্যালবামটি তৈরি করেছে। প্রত্যেকবারের মতই এবারও তাঁদের এই অ্যালবাম সুপারহিট হবে বলে দাবি কোম্পানির সভাপতির।
এই অ্যালবামে ৩২টি দলের পাশাপাশি ফুটবলারদের বিষয় বিভিন্ন তথ্য দেওয়া আছে। তাছাড়া প্রাক্তন ফুটবলারদের ব্যাপারেও রয়েছে অসাধারণ সব তথ্য। ব্রাজিলের ১২টি স্টেডিয়ামের ছবিও এই অ্যালবামে স্থান পেয়েছে। ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের স্টিকার অ্যালবাম তৈরি করছে এই কোম্পানি।
কাতার থেকে সরে ফুটবল বিশ্বকাপ হবে জাপানে! চলছে জোর জল্পনা