আই লিগে পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে এই বিদেশিকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল

লাল-হলুদ কর্তাদের দাবি খেলার মধ্যেই আছেন বেঙ্গালুরু এফ সি-তে খেলে যাওয়া এই মিডফিল্ডার।

Updated By: Feb 13, 2020, 02:58 PM IST
আই লিগে পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে এই বিদেশিকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল

নিজস্ব প্রতিবেদন: আলেসান্দ্রো পর ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েই স্প্যানিশ ডিফেন্ডারের ব্যাপারে নিজের অপছন্দের কথা জানিয়েছিলেন মারিও। কিন্তু জানুযারিতে সেকেন্ড উইন্ডো শেষ হওয়ার পর কিছুতেই ইস্টবেঙ্গলের থেকে রিলিজ নিতে চাইছিলেন না ক্রেস্পি। ফিফায় যাওয়ারও হুমকি দেন আলেসান্দ্রোর পছন্দের ডিফেন্ডার। শেষপর্যন্ত বরফ গলে। ইস্টবেঙ্গল থেকে রিলিজ নিতে রাজি হলেন ক্রেস্পি।


অবশেষে মার্তি ক্রেস্পিকে বিদায় করতে সফল হল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার পঞ্জাব এফ সি ম্যাচের আগেই লাল-হলুদ বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে পারস্পরিক বোঝাপড়ার মধ্যে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ক্রেস্পিকে।  


বুধবার ক্রেস্পির পরিবর্তের নাম ঘোষণা করেছিল ইস্টবেঙ্গল। ভিসা সমস্যা কাটিয়ে নতুন বিদেশি ভিক্টর পেরেজ  আলোন্সোর শহরে আসতে পরের সপ্তাহ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। লাল-হলুদ কর্তাদের দাবি খেলার মধ্যেই আছেন বেঙ্গালুরু এফ সি-তে খেলে যাওয়া এই মিডফিল্ডার। কয়েকদিন আগে লিথুয়ানিয়া লিগের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন তিনি। ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাতেও খেলতে পারেন তিনি।

আরও পড়ুন - হ্যান্সি ক্রোনিয়েকে ফাঁসানো জুয়াড়িকে দেশে ফেরাল দিল্লি পুলিস, শাস্তি হবে!

.