বক্সিং ডে টেস্টে ওপেনারদের খোলা মনেই ব্যাট করার পরামর্শ Rahane'র
শেষ তিনটি টেস্টে নিজের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, “অবশ্যই আমার কাছে গর্বের মুহুর্ত এবং খুব ভালো একটা সুযোগও। অধিনায়কত্বের সময় নিজের ইন্দ্রিয়ের উপরই ভরসা করি তবে আমাদের শুরুটা ভালো করতে হবে।”
নিজস্ব প্রতিবেদন : শনিবার থেকে শুরু হতে চলা বক্সিং ডে টেস্টে ওপেনারদের চাপমুক্ত থাকার পরামর্শ দিলেন অজিঙ্ক রাহানে। কোহলির অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী তিনটি টেস্টে অধিনায়কত্ব করবেন রাহানে। তার আগে শুক্রবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এমনটাই জানালেন তিনি।
রাহানের মতে, যে কোনো টেস্টেই ওপেনারদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে মেলবোর্নে টেস্টে আলাদা করে ওপেনারদের উপর কোনো চাপ তিনি তৈরী করতে চাননা। প্রসঙ্গত, ভারতের হয়ে মায়াঙ্কের সঙ্গে ওপেনিং করবেন অভিষেক ঘটতে চলা তরুণ শুভমান গিল। ওপেনারদের খোলা মনেই ব্যাট করার পরামর্শ দেন তিনি।
মেলবোর্নে খেলা নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী রাহানে। তিনি বলেন, “মেলবোর্নে আমাদের রেকর্ড ভালো তাই বাড়তি আত্মবিশ্বাস থাকছেই। ওপেনাররা ভালো শুরু করতে পারলে পরের ব্যাটসম্যানদের জন্য অনেক সুবিধা হয়। তবে আমরা অবশ্যই বিরাট কোহলির অভাব অনুভব করব।” তবে বিরাটের জায়গায় ৪ নম্বরে কে ব্যাট করবেন তা এখনও নিশ্চিত নয় বলেই জানান তিনি।
আরও পড়ুন- ব্র্যান্ডিং বিতর্কের মাঝেই মুখ ঢেকে নতুন বিজ্ঞাপনে সৌরভ
শেষ তিনটি টেস্টে নিজের অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, “অবশ্যই আমার কাছে গর্বের মুহুর্ত এবং খুব ভালো একটা সুযোগও। অধিনায়কত্বের সময় নিজের ইন্দ্রিয়ের উপরই ভরসা করি তবে আমাদের শুরুটা ভালো করতে হবে।”
ল্যাঙ্গার সদ্য মন্তব্য করেছেন যে ভারতীয় দল চাপে রয়েছে যা তাকে অত্যন্ত আনন্দ দিচ্ছে। এই নিয়ে রাহানেকে প্রশ্ন করা হলে তিনি একেবারেই একে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, “অস্ট্রেলিয়া চিরকালই মাইন্ড গেম খেলতে ভালোবাসে। ওরা ওটাই করুক, আমরা নিজেদের খেলাতে মনোনিবেশ করছি।”
আরও পড়ুন- বক্সিং ডে টেস্টের দল ঘোষণা ভারতের; বাদ ঋদ্ধিমান, পৃথ্বী