OMG! হোয়াট এ ক্যাচ!

Updated By: May 9, 2016, 11:42 AM IST
OMG! হোয়াট এ ক্যাচ!

ওয়েব ডেস্ক: তামাম ক্রিকেট বিশ্বের তাবড় ফিল্ডারদের মধ্যে ইনি অন্যতম একজন। ভারতের শ্রেষ্ঠ ফিল্ডারদের তালিকা করলে প্রথম দুই তিনেই থাকবে যার নাম, প্রাক্তন সুপার কিংস তথা বর্তমান গুজরাট লায়ন্সের ক্যাপ্টেন, সুরেশ রায়না। স্লিপে দাঁড়িয়ে শরীরের বা দিকে ঝাঁপিয়ে সুরেশ সূর্য কুমার যাদবের যে ক্যাচ নিলেন তা ২০১৬ আইপিএল তো বটেই, গোটা আইপিল ইতিহাসে বেস্ট ক্যাচগুলোর মধ্যে অন্যতম একটি হয়ে থাকবে। 

শরীরকে একবারে শূন্যে ভাসিয়ে স্লিপ ক্যাচ, যা সচরাচর আইপিএলে দেখা যায়না। দেখুন সেই ক্যাচ-