জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়াম (Sawai Mansingh Stadium, Jaipur) মুখোমুখি হয়েছিল ঘরের টিম রাজস্থান রয়্য়ালস ও লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। রবিবাসরীয় প্রথম ম্য়াচেই রাজস্থান দুরন্ত জয় ছিনিয়ে নিল। সঞ্জু স্য়ামসনের (Sanju Samson) টিম ২০ রানে হারিয়ে দিল কেএল রাহুল (KL Rahul) অ্যান্ড কোং।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH | RR vs LSG | IPL 2024: 'মাকড়সার জাল'-এ আটকাল খেলা! জয়পুরের যে ঘটনা নিয়ে এখন জোর চর্চা
 


টস জিতে সঞ্জু বল করতে পাঠিয়ে ছিলেন জাতীয় দলের সতীর্থ রাহুলকে। প্রথমে ব্য়াট করে রাজস্থান ৪ উইকেটে ১৯৩ রান তোলে স্কোরবোর্ডে। সৌজন্য় ক্য়াপ্টেন সঞ্জু (৫২ বলে অপরাজিত ৮২) ও রিয়ান পরাগ (২৯ বলে ৪৩)। বর্তমানে টি-২০ ক্রিকেটে এটা কোনও রানই নয়, অনায়াসে তা তাড়া করে জেতা সম্ভব। তবে যে দল দু'শো রানেরও কম করছে, তাদের বোলিং যদি দুরন্ত হয়, তাহলেই এই রানেও জেতা যেতে পারে। জয়পুরে এদিন সেটাই করে দেখাল রাজস্থান। 


ট্রেন্ট বোল্ট, নান্দ্রে বার্গার, আবেশ খানের সঙ্গে যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনদের দুরন্ত যুগলবন্দি ফুল ফোটাল। লখনউ লড়াই করে শেষ পর্যন্ত ছয় উইকেটে ১৭৩ রান তুলতে সক্ষম হয়েছে। তবে কেএল রাহুল খেলায় ফিরেই রানে ফিরলেন। ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে নেমে রাহুল প্রথম টেস্টেই চোট পান। তারপর আর ব্রিটিশদের বিরুদ্ধে মাঠে নামেননি। চোট সারিয়ে আইপিএলে ফিরে ৪৪ বলে দুরন্ত ৫৮ রানের ইনিংস খেললেন। অন্যদিকে বলতে হবে নিকোলাস পুরানের কথাও। ক্য়ারিবিয়ান পাওয়ার হিটারমরণ কামড় দিয়েছিলেন। ৪১ বলে ৬৪ রানের দারুণ ইনিংস খেললেন। আইপিএল শেষ হলেই জাতীয় দলের নির্বাচকরা বেছে নেবেন টি-২০ বিশ্বকাপের দল। সঞ্জু কিন্তু বার্তা দিয়ে রাখলেন প্রথম ম্য়াচেই।


আরও পড়ুন: Harshit Rana | KKR vs SRH | IPL 2024: ইডেনের নায়ক খেলা শেষে 'ভিলেন'! নিজের দোষেই বিরাট ক্ষতি রানার


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)