Rashid Khan | Afghanistan: রশিদেই আস্থা আফগানিস্তানের! ফের অধিনায়ক হয়ে কী বলছেন তিনি?

Rashid Khan becomes Afghanistan T20I Captain: ফের একবার আফগানিস্তানের টি-২০ দলের অধিনায়ক হলেন রশিদ খান। মহম্মদ নবি দায়িত্ব ছেড়ে দেওয়ায় অধিনায়কত্বের আসন ফাঁকাই ছিল। সেই জায়গায় এলেন রশিদই।  

Updated By: Dec 29, 2022, 06:59 PM IST
Rashid Khan | Afghanistan: রশিদেই আস্থা আফগানিস্তানের! ফের অধিনায়ক হয়ে কী বলছেন তিনি?
রশিদই ফের অধিনায়ক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত নভেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার (Australia vs Afghanistan, T20 World Cup 2022) কাছে হেরেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশে সুপার টুয়েলভ পর্যায়ে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতায় দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন মহম্মদ নবি (Mohammad Nabi)। নবি চলে যাওয়ায় অধিনায়কত্বের আসন ফাঁকাই ছিল। সেই জায়গায় এলেন রশিদ খান (Rashid Khan)। আফগানিস্তানের স্টার স্পিনারের ওপরেই ফের আস্থা রাখল আফগানিস্তান। সেই দেশের ক্রিকেটীয় বোর্ড বৃহস্পতিবার ট্যুইট করে জানিয়ে দিল যে, টি-২০ দলের নেতা হিসেবে তারা রশিদকেই বেছে নিয়েছে। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়েস আশরাফ এক বিবৃতিতে বলেছেন, 'রশিদ খান আফগানিস্তান ক্রিকেটে বিরাট নাম। সারা বিশ্ব জুড়ে এই ফরম্যাটে খেলার অভিজ্ঞতা রয়েছে ওঁর। আশা করি টি-২০ ফরম্যাটে ও দলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিন ফরম্যাটেই রশিদের দেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ওকে ফের টি-২০ ফরম্য়াটে অধিনায়ক হিসেবে পেয়ে আমরা খুশি। আশা করি ও আমাদের দেশকে আরও অনেক গৌরব এনে দেবে।' দায়িত্ব পেয়ে রশিদ বলছেন, 'অধিনায়কত্ব অনেক বড় দায়িত্ব। এর আগেও দেশকে নেতৃত্ব দিয়েছি। এই দলটা দারুণ। ওদের সঙ্গে আমার ভালো বোঝাপড়া রয়েছে। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ওদের সঙ্গে। আমরা একসঙ্গে নিজেদের বেঁধে রাখব। কঠোর পরিশ্রম করে দেশকে গর্বিত করব।'

আরও পড়ুন: Rohit Sharma to Smriti Mandhana: ২০২২ সালে কোটি কোটি টাকায় গাড়ি কিনেছেন যে ভারতীয় ক্রিকেটাররা

রশিদ দেশের হয়ে ৭৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। পেয়েছেন ১২২টি উইকেট। আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে রশিদই তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। একে টিম সাউদি (১৩৪), দুয়ে শাকিব আল হাসান (১২৮)। ২০১৫ সাল থেকেই বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে তাঁর ভয়ংকর চাহিদা। ১৫টি ভিন্ন দলে খেলে তিনি ৪৯১টি উইকেট পেয়েছেন। তিনি দুয়ে রয়েছেন। একে ডোয়েন ব্র্যাভো রয়েছেন। তাঁর ঝুলিতে ৬১৪টি উইকেট। আগামী ফেব্রুয়ারি মাসে আফগানিস্তান  সংযুক্ত আরব আমিরশাহিতে যাবে। তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে দুই দেশ। নেতৃত্বের ব্যাটন রশিদের হাতেই থাকবে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.