রিয়ালের দাপট

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার উপর চাপ বজায় রাখল রিয়াল মাদ্রিদ।বড় ম্যাচে রিয়াল বেটিসকে চার-এক গোলে হারিয়ে দিল হোসে মোরিনহোর দল। খেলার শুরু থেকেই ম্যাচে একচ্ছত্র দাপট দেখান কাকারা। যদিও প্রথম গোলের জন্য ছেচল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে।

Updated By: Oct 16, 2011, 08:21 PM IST

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার উপর চাপ বজায় রাখল রিয়াল মাদ্রিদ। বড় ম্যাচে রিয়াল বেটিসকে চার-এক গোলে হারিয়ে দিল হোসে মোরিনহোর দল। খেলার শুরু থেকেই ম্যাচে একচ্ছত্র দাপট দেখান কাকারা। যদিও প্রথম গোলের জন্য ছেচল্লিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় রিয়ালকে। পর্তুগিজ তারকা রোনাল্ডোর পাস থেকে রিয়ালকে এগিয়ে দেন গঞ্জালো হিগুয়েন। রোনাল্ডোর পাস থেকেই রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করে যান ব্রাজিলিয়ান তারকা কাকা। উনসত্তর মিনিটে বেটিসের হয়ে ব্যবধান কমান জর্জ মলিনা। যদিও ব্যবধান বাড়াবার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রোনাল্ডোদের। দি মারিয়ার পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন হিগুয়েন। তিয়াত্তর মিনিটে সেই মারিয়ার পাস থেকেই নিজের হ্যাটট্রিক সেরে ফেলেন আর্জেন্টিনীয় তারকা গঞ্জালো হিগুয়েন। শেষ দু সপ্তাহে হিগুয়েনের এটি তৃতীয় হ্যাটট্রিক। মেসির পাশাপাশি লা লিগায় আটটি গোল করা হয়ে গেছে আর্জেন্টিনার এই তরুণ স্ট্রাইকারের

.