লা লিগার দ্বিতীয় ম্যাচেই আটকে গেল রিয়াল মাদ্রিদ
ওয়েব ডেস্ক: লা লিগার দ্বিতীয় ম্যাচেই আটকে গেল রিয়াল মাদ্রিদ। বলা ভাল মার্কো অ্যাসেন্সিও-র গোলে হার বাঁচাল জিদানের দল। বার্নাবিউতে রিয়াল বনাম ভ্যালেন্সিয়া ম্যাচ শেষ হল দুই-দুই গোলে। সাসপেনশান থাকায় এই ম্যাচেও রোনাল্ডোকেই ছাড়াই নামতে হয়েছিল রিয়ালকে। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জিদানের দলকে। দশ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন অ্যাসেন্সিও। কেন তাঁকে স্প্যানিশ ফুটবলের গোল্ডেন বয় বলা হচ্ছে,সেটা আরও একবার বোঝালেন তরুণ এই ফুটবলার। তবে কিছুক্ষণের মধ্যেই সমতা ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন ভ্যালেন্সিয়ার সোলের।
আরও পড়ুন ভারতীয় মহিলা-এ দলের বিদেশ সফর চালু করতে চলেছে বিসিসিআই
সাতাত্তর মিনিটে ম্যাচে নাটকীয় মোড় আসে। বার্নাবিউকে চুপ করিয়ে দিয়ে ম্যাচে প্রথমবারের জন্য এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। যখন মনে হচ্ছিল ঘরের মাঠে রিয়ালের হার নিশ্চিত। তখনই পরিত্রাতা হয়ে দাঁড়ান অ্যাসেন্সিও। দুরন্ত ফ্রিকিক থেকে গোল করে জিদানের দলকে এক পয়েন্ট এনে স্প্যানিশ ফুটবলের নয়া সেনসেশন।
আরও পড়ুন ফিফা লেজেন্ডদের বিরুদ্ধে ম্যাচে, ভারতীয় লেজেন্ড দলে কারা থাকবেন জানুন