একটানা ১৮ ম্যাচে অপরাজিত ভারত
চেন্নাই টেস্ট জিতে নতুন রেকর্ড গড়ল ভারত। ইংল্যান্ডকে ইনিংস ও পঁচাত্তর রানে হারিয়ে চার-শূন্য ব্যবধানে পাঁচ ম্যাচের সিরিজ জিতল টিম ইন্ডিয়া। মঙ্গলবার টেস্টের শেষদিনের শেষবেলায় ২০৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সাত উইকেট নিয়ে কোহলি বাহিনীর জয়ের নায়ক রবীন্দ্র জাদেজা। চাপানের বিরতির পর ছটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত শেষ টেস্টেও হারল কুক ব্রিগেড। #ফ্ল্যাশব্যাক ২০১৬ : বছরের সবথেকে ফ্লপ পাঁচ ক্রীড়াবিদ
ওয়েব ডেস্ক: চেন্নাই টেস্ট জিতে নতুন রেকর্ড গড়ল ভারত। ইংল্যান্ডকে ইনিংস ও পঁচাত্তর রানে হারিয়ে চার-শূন্য ব্যবধানে পাঁচ ম্যাচের সিরিজ জিতল টিম ইন্ডিয়া। মঙ্গলবার টেস্টের শেষদিনের শেষবেলায় ২০৭ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। সাত উইকেট নিয়ে কোহলি বাহিনীর জয়ের নায়ক রবীন্দ্র জাদেজা। চাপানের বিরতির পর ছটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত শেষ টেস্টেও হারল কুক ব্রিগেড। #ফ্ল্যাশব্যাক ২০১৬ : বছরের সবথেকে ফ্লপ পাঁচ ক্রীড়াবিদ
এই প্রথম চার-শূন্য ব্যবধানে কোনও টেস্ট সিরিজে ইংল্যান্ডকে হারাল টিম ইন্ডিয়া। একই সঙ্গে চেন্নাই টেস্ট জিতে নিজেদের পুরনো রেকর্ড ভেঙে দিল বিরাট বাহিনী। ১৯৮৫ সালে টানা সতেরোট টেস্ট অপরাজিত ছিল ভারত। চেন্নাইতে জিতে আপাতত টানা আঠেরোটি টেস্টে অপরাজিত কোহলি অ্যান্ড কম্পানি। #ফ্ল্যাশব্যাক ২০১৬ : বছরের সেরা পাঁচ স্পোর্টস ইভেন্ট