জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডুরান্ড কাপ ফাইনালে (Durand Cup Final 2022) বেঙ্গালুরু এফসি (Bengaluru FC) ২-১ গোলে মুম্বই সিটি এফসি-কে (Mumbai City FC) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্বের তৃতীয় প্রাচীন ও এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টের খেতাব নেওয়ার জন্য বেঙ্গালুরুর অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri) মঞ্চে উঠেছিলেন। কিন্তু ভারতীয় ফুটবলের আইকন ও 'বাংলার জামাই'-এর সঙ্গে এমনই অনভিপ্রেত ঘটনা ঘটে গেল সেখানে, যা বিশ্বাস করতেই পারছে না ক্রীড়ামহল। সুনীলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) ও বাংলার অস্থায়ী রাজ্যপাল লা গণেশন (La. Ganesan)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, সুনীলের হাতে ট্রফি তুলে দেওয়ার সময় তাঁকে ঠেলে সরিয়ে দিচ্ছেন লা গণেশন! যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা ডিজিটাল। এই ঘটনার তীব্র প্রতিবাদন করেছেন সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া বিশ্বকাপ জয়ী উইকেটকিপার-ব্যাটার রবিন উথাপ্পা (Robin Uthappa)। তিনি ট্যুইটারে লিখেছেন, 'দুঃখিত, সবটাই ভুল হয়েছে। সুনীল ছেত্রী তুমি এর চেয়ে অনেক অনেক ভাল কিছুর যোগ্য।'



আরও পড়ুন: Watch, Sunil Chhetri: ট্রফির সঙ্গে নিজের ছবি চাই! ভারত অধিনায়ককে ঠেলে সরালেন বাংলার রাজ্যপাল


দিন চারেক আগেই সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন উথাপ্পা। ২০০৭ সালে এমএস ধোনির টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের স্টার সদস্য ছিলেন উথাপ্পা। ২০১৪ সালে কেকেআর ও ২০২১ সালে সিএসকে-র হয়ে আইপিএল জিতেছেন কর্ণাটকের ক্রিকেটার। দেশের জার্সিতে ৪৬টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে উথাপ্পা করেছেন ৯৩৪ রান। ছ’টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। বল হাতে নিয়েছেন দু’টি উইকেটও। নীল পোশাকে ডজন টি-টোয়েন্টি ম্যাচে ২৪৯ রান করেছেন উথাপ্পা। রয়েছে একটি অর্ধশতরানও। আইপিএলে দুরন্ত সফল উথাপ্পা। ২০৫ ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৪৯৫২ রান। রয়েছে ৭টি অর্ধ-শতরান।টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক রানশিকারিদের তালিকায় নয় নম্বরে আছেন উথাপ্পা।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)