লেভার কাপ জয়ের হ্যাটট্রিক, উচ্ছ্বাসে ভেসে গেলেন রাফা-রজার
চোটের জন্য ডাবলস থেকে সরে দাঁড়ান নাদাল।
নিজস্ব প্রতিবেদন: পর পর তিন বছর। এবার লেভার কাপের খেতাব জিতে নিল টিম ইউরোপ। টিম ওয়ার্ল্ডকে হারিয়ে লেভার কাপ জয়ের হ্যাটট্রিক করল টিম ইউরোপ।
Perfect#LeverCup#TeamEurope pic.twitter.com/xJ8ctvmR61
— palitpu(@casper029_) September 23, 2019
দ্বিতীয় দিনের শেষে ৭-৫ ব্যবধানে এগিয়ে ছিল টিম ইউরোপ। কিন্তু শেষ দিনে জমে ওঠে লড়াই। চোটের জন্য ডাবলস থেকে সরে দাঁড়ান নাদাল। ডাবলসে হেরে বসেন ফেডেরাররা। তবে জন ইসনারকে ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে ব্যবধান কমিয়ে আনেন রজার ফেডেরার। স্কোর হয় ১১-১০। শেষ ম্যাচে জিততেই হবে দু'দলকেই। খেতাব ধরে রাখার জন্য রজার ফেডেরার- রাফায়েল নাদাল তখন তাকিয়ে জভরেভের দিকে। ওদিকে মিলোস রাওনিচও প্রথমবার টিম ওয়ার্ল্ড-কে লেভার কাপ জেতাতে বদ্ধপরিকর। তবে শেষ হাসি হাসলেন জভরেভই। ৬-৪, ৩-৬, ১০-৪ সেটে রাওনিচকে হারিয়ে টিম ইউরোপকে টানা তৃতীয়বার লেভার কাপ জিতিয়ে দিলেন সেই জভরেভ।
জেতার পর কোর্টের মধ্যেই বাঁধনছাড়া উচ্ছ্বাসে মেতে উঠলেন নাদাল-ফেডেরাররা।
আরও পড়ুন - প্রয়াত প্রাক্তন ক্রিকেটার মাধব আপ্তে, শোকবার্তা বিসিসিআই-এর