বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলিকেও পিছনে ফেলে দিলেন রোহিত শর্মা
![বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলিকেও পিছনে ফেলে দিলেন রোহিত শর্মা বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলিকেও পিছনে ফেলে দিলেন রোহিত শর্মা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/10/02/94894-rohitsharma2-10-17.jpg)
ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম তথা সিরিজের শেষ একদিনের ম্যাচে রোহিত শর্মা শুধু সেঞ্চুরিই পেলেন না। গড়লেন একের পর এক নয়া রেকর্ড। এই সিরিজে সবথেকে বেশি রানও করেছেন তিনি। এবার দেখে নিন, রবিবার দুর্দান্ত ইনিংস খেলার সঙ্গে সঙ্গে ঠিক কী কী নতুন রেকর্ড গড়লেন তিনি। একদিনের ক্রিকেটে দেশের মাঠে ২০০০ রান করা হয়ে গেল রোহিত শর্মার। না, এই বিষয়ে আর কোনও ভারতীয় রোহিতের থেকে দ্রুততম নন। কারণ, দেশের মাটিতে একদিনের ক্রিকেটে ২০০০ রান করতে রোহিত সময় নিলেন মাত্র ৪২ ইনিংস। তিনি টপকে গেলেন বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলিকে। সৌরভ দেশের মাটিতে ২০০০ রান করেছিলেন ৪৫ ইনিংসে। আর বিরাট কোহলি সময় নিয়েছিলেন ৪৬ ইনিংস।
আরও পড়ুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ভারত
শুধু এতেই শেষ নয় রোহিত 'হিটম্যান'-এর কেরামতি। ওপেনার হিসেবেও একদিনের ক্রিকেটে ৪০০০ রান করে ফেললেন তিনি। সেটা করতে তিনি সময় নিলেন ৮৩ ইনিংস। এই বিষয়ে তাঁর সামনে রয়েছেন শুধু দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। তিনি ওপেনার হিসেবে ৪০০০ রান করতে সময় নিয়েছিলেন ৭৯ ইনিংস। রবিবার একদিনের ক্রিকেটে ৬০০০ রানও করে ফেললেন রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে এই বিষয়ে তিনি তৃতীয় দ্রুততম। রোহিত ৬০০০ রান করতে সময় নিলেন ১৬২ ইনিংস। তাঁর আগের দুই ভারতীয় ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলি। বিরাট ৬০০০ রান করেছিলেন ১৩৬ ইনিংসে। আর সৌরভ করেছিলেন ১৪৭ ইনিংসে।
আরও পড়ুন এক ঝলকে দেখে নিন সিরিজে বেশি রান করলেন কে, বেশি উইকেট পেলেন কে?