IND vs PAK | World Cup 2023: রোহিতের সিদ্ধান্তে বদলে গেল ইতিহাস! প্রথম ভারত অধিনায়ক হিসেবে করলেন এই কাজ

Rohit Sharma became the first Indian captain to bowl first after winning the toss against Pakistan: রোহিত শর্মা প্রথম ভারত অধিনায়ক হিসেবে লিখলেন ইতিহাস। এর আগে কোনও ভারতের ক্যাপ্টেন যা করেননি।

Updated By: Oct 14, 2023, 03:38 PM IST
IND vs PAK | World Cup 2023: রোহিতের সিদ্ধান্তে বদলে গেল ইতিহাস! প্রথম ভারত অধিনায়ক হিসেবে করলেন এই কাজ
টসের মুহূর্তে দুই অধিনায়ক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India) রয়েছে দারুণ ছন্দে। প্রথম ম্য়াচে অস্ট্রেলিয়াকে হারানোর পর দ্বিতীয় ম্য়াচে আফগানিস্তানকেও হারিয়েছে ভারত। শনিবার অর্থাৎ আজ বহু প্রতীক্ষিত 'মাদার অফ অল ব্য়াটল'! কাপযুদ্ধের হেভিওয়েট ম্য়াচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (IND vs PAK | World Cup 2023)। এদিন মহাযুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad) রোহিত টস জিতে ব্য়াট করতে পাঠিয়েছেন বাবর আজমদের (Babar Azam)। রোহিতের এই সিদ্ধান্তই ঐতিহাসিক হয়ে গেল। রোহিত প্রথম ভারত অধিনায়ক হিসেবে হয়ে গেলেন ব্য়তিক্রমী। কারণ এর আগে ভারতের কোনও অধিনায়ক বিশ্বকাপের (৫০ ওভারের) আসরে টস জিতে পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং নেয়নি। 

আরও পড়ুন: রোহিতের থেকে চলে এল মেগা আপডেট

পরিসংখ্যান বলছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে ভারত কখনও হারেনি পাকিস্তানের কাছে। ৪১ বছরের প্রতিদ্বন্দ্বিতায় ভারত এগিয়ে ৭-০ ব্যবধানে। টসের ক্ষেত্রে সেই রেকর্ডে ভারত ৫-২ এগিয়ে। ১৯৯২ সালের বিশ্বকাপে প্রথম ভারত-পাক মুখোমুখি হয়েছিল। সেবার ভারত টস জিতে ব্য়াট নিয়েছিল। পরের দুই বিশ্বকাপেও সেই ট্র্যাডিশন বজায় ছিল। তবে ২০০৩ সালে পাকিস্তান টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ২০১১ সালে ভারত আবার টস জেতে, যথারীতি ব্য়াট করে। ২০১৫ সালেও ভারত সেই পথেই ছিল। ২০১৯ সালে পাকিস্তান টস জিতে প্রথমে ফিল্ডিং করেছিল। এদিন টস জিতে রোহিত বলেন, 'এই ট্র্যাক বেশ ভালো। খুব একটা বেশি কিছু বদলাবে না। শিশির বড় ফ্যাক্টর হতে পারে, এটা ভেবেই আমরা টস জিতে ফিল্ডিং নিলাম।' অন্যদিকে বাবরও জানিয়েছেন যে, তিনিও টস জিতলে ফিল্ডিং করতেন।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।
 

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মহম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাহদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হ্য়ারিস রউফ ও হাসান আলি।

ডেঙ্গির জন্য ভারত প্রথম দুই ম্যাচে পায়নি দলের তারকা ওপেনার শুভমন গিলকে। তাঁর জায়গায় খেলেছেন ঈশান কিশান। এদিন শুভমন ফিরলেন দলে, ঈশান বসলেন ডাগআউটে। চলতি বছর শুভমনের ব্যাট কথা বলেছে। অসাধারণ ফর্মেই আছেন তিনি। পঞ্চাশ ওভারের ক্রিকেট মাতিয়ে দিয়েছেন তিনি। ২০টি ওয়ানডে ম্যাচে করেছেন ১২৩০ রান। চলতি বছর এই ফরম্যাটে শুভমনই সর্বাধিক রানশিকারি ব্য়াটার। তাঁর গড় ৭২.৩৫। স্ট্রাইকরেট ১০৫.০৩। হাফ ডজন শতরান করা হয়ে গিয়েছে শুভমনের। পাকিস্তানের বিরুদ্ধে শুভমনের খেলা ভারতকে বাড়তি সুবিধাই পাবে।

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: 'একুশই ফিরবে তেইশে'! ভেঙে যাবে ৭-০ রেকর্ড, হুঙ্কার পাক সেনাপতির

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
 

.