Rohit Sharma, IPL 2022: KKR-এর বিরুদ্ধে ছন্দহীন ‘Hitman’-কে জেগে ওঠার বার্তা দিলেন এই প্রাক্তন কোচ

চলতি আইপিএল-এ ‘হিটম্যান’-এর ব্যাট থেকে ১০ ম্যাচে মাত্র ১৯৮ রান এসেছে। গড় ১৯.৮০। স্ট্রাইক রেট ১২৮.৫৭।

Updated By: May 9, 2022, 05:17 PM IST
Rohit Sharma, IPL 2022: KKR-এর বিরুদ্ধে ছন্দহীন ‘Hitman’-কে জেগে ওঠার বার্তা দিলেন এই প্রাক্তন কোচ
চলতি আইপিএলে এ ভাবেই আউট হয়ে হতাশা প্রকাশ করেছেন ‘হিটম্যান’। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএল-এ (IPL 2022) তাঁর অবস্থাও বিরাট কোহলির (Virat Kohli) মতো। ব্যাটে বড় রান নেই। বাইশ গজের যুদ্ধে আগ্রাসী রোহিত শর্মার (Rohit Sharma) দেখা মিলছে না। আর তাই এ বার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indinas) অধিনায়ককে সতর্ক হওয়ার পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। আর কয়েক ঘন্টা পরেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata knight Riders) বিরুদ্ধে ফের একবার মাঠে নামবে মুম্বই। সেই ম্যাচে রোহিতের ব্যাট থেকে বড় রান দেখতে চাইছেন প্রাক্তন অলরাউন্ডার।

শাস্ত্রী বলেন, “গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গত ম্যাচে রোহিতরে বিষয়ে আমার যেটা ভাল লেগেছে, সেটা হল একেবারে শুরু থেকে ওর মনোভাব এবং মানসিকতা সঠিক ছিল। রোহিত ৩০, ৩৫, ৪০ রান করছে বটে, তবে এ বার বড় রান করার। সময় এসেছে।“

এ বার ‘হিটম্যান’-এর ব্যাট থেকে ১০ ম্যাচে মাত্র ১৯৮ রান এসেছে। গড় ১৯.৮০। স্ট্রাইক রেট ১২৮.৫৭। রোহিতের শেষ আইপিএল অর্ধশতরানের পর কেটে গিয়েছে ১৮ ইনিংস। গত ১০ ইনিংসে তিনবার রোহিত ৩০ থেকে ৪৯ রানের মধ্যে আউট হয়েছেন।

গত ম্যাচেও গুজরাতের বিরুদ্ধেৎ২৮ বলে ৪৩ রানের ইনিংসে রোহিতকে একেবারে নিয়ন্ত্রণে দেখাচ্ছিল। তবে হঠাৎ করেই রাশিদ খানকে (Rashid Khan) অহেতুক রিভার্স সুইপ মারতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি।

এমন অবস্থায় সোমবার লিগের লাস্ট বয় মুম্বইয়ের  মুখোমুখি হবে নয় নম্বরে থাকা শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কেকেআর। মুম্বইয়ের প্লে-অফে যাওয়ার আশা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। কেকেআরেরও আশা এখনও থাকলেও, সেটা ভীষণই ক্ষীণ। তাই এই ম্যাচে ব্যক্তিগতভাবে অনেক তারকারই নিজেদের প্রমাণ করার তাগিদ নিয়ে মাঠে নামতে পারেন। রোহিত কি তাঁর সম্মান বজায় রাখার জন্য একটা মনে রাখার মতো ইনিংস খেলতে পারবেন? আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা।

আরও পড়ুন: Rabindranath Tagore: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর ক্রিকেট প্রেম!

আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: ম্যাচের শেষে ‘Captain Cool’-এর গুরুকুলে Rishabh Pant, Kuldeep Yadav

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.