দুবাই থেকে দেশে ফিরলেন রোহিত শর্মা, অস্ট্রেলিয়া সফরে কি অনিশ্চিত? বড়সড় বিতর্কের ইঙ্গিত

গৌতম গম্ভীর থেকে বীরেন্দ্র সেওয়াগ অনেকেই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে সীমিত ওভারের অধিনায়ক করার জন্য সওয়াল করেছেন।

Updated By: Nov 12, 2020, 09:45 PM IST
দুবাই থেকে দেশে ফিরলেন রোহিত শর্মা, অস্ট্রেলিয়া সফরে কি অনিশ্চিত? বড়সড় বিতর্কের ইঙ্গিত
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে কি অস্ট্রেলিয়া সফরে অনিশ্চিত হয়ে পড়লেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা? দুবাই থেকে দেশে ফিরে এসেছেন রোহিত শর্মা। ভারতীয় দলের সঙ্গে সিডনি উড়ে গেলেন না কেন রোহিত? এই রকম নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।  

আইপিএল চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান মুম্বই অধিনায়ক। চার ম্যাচে খেলেননি রোহিত শর্মা। সেই সময় অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল বেছে নেন নির্বাচকরা। তিন ফরম্যাটেই বাদ পড়েন রোহিত। যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। এদিকে মুম্বই ইন্ডিয়ানসের নেটে অনুশীলন চালিয়ে যান রোহিত। যদিও লিগের শেষ ম্যাচ আর প্লে অফে মুম্বইকে নেতৃত্ব দেন তিনি। এরপরেই বোর্ড জানায় অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজে রোহিতকে বিশ্রাম দেওয়া হলেও টেস্ট সিরিজের দলে থাকছেন রোহিত। এদিকে আইপিএল ফাইনালে অনবদ্য ৬৮ রান করেন হিটম্যান। তার পরেও তাঁকে বলা হয়, দুবাই থেকে দেশে ফিরে বেঙ্গালুরুতে এনসিএ-তে চিকিৎসকদের পরামর্শে  রিহ্যাবে থাকার জন্য। সেখানেই হ্যামস্ট্রিংয়ের চোট পর্যালোচনা করা হবে তাঁর। এরপর ফিটনেস টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া উড়ে যাবেন রোহিত শর্মা।

এদিকে ঋদ্ধিমান সাহা চোটের কারণে খেলতে পারেননি আইপিএলের প্লে অফ পর্যায়ে। কিন্তু বিসিসিআই রোহিত এবং ঋদ্ধিমানের চোট নিয়ে বিপরীত মেরুতে অবস্থান করছে। সুপারম্যানকে দলের সাথে অস্ট্রেলিয়াতে পাঠানো হয়েছে এবং সেখানেই তিনি রিহ্যাব করবেন। আর এখানেই প্রশ্ন ক্রিকেটমহলের একাংশের। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শুরু ১৭ ডিসেম্বর। ঋদ্ধি এবং রোহিত দুজনেই সুস্থ হওয়ার জন্য অনেকটা সময় পাচ্ছেন।

চোট সারিয়ে মাঠে ফিরে দলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা পালন করেছেন রোহিত! তারপরেও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন? তাহলে কেন রোহিতকে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাঠানো হল না? ঋদ্ধির সঙ্গে রোহিতেরও রিহ্যাব হতে পারত!
পুরো ঘটনাপ্রবাহতে একটা স্বচ্ছতার অভাব স্পষ্ট। একই সঙ্গে কোহলির সঙ্গে রোহিতের বিরাট দূরত্বটাও প্রকট হচ্ছে বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।

গৌতম গম্ভীর থেকে বীরেন্দ্র সেওয়াগ অনেকেই বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে সীমিত ওভারের অধিনায়ক করার জন্য সওয়াল করেছেন। এই অবস্থায় রোহিতের চোটপরবর্তী ঘটনাগুলি টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম নিয়ে কোনও অশান্তির বার্তা দিচ্ছে কি? নেটিজেনরা কিন্তু নানা প্রশ্ন তুলছেন। সোশ্যাল মিডিয়াতেও উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। তবে কি বোর্ড রাজনীতির শিকার রোহিত!

আরও পড়ুন- মুম্বই বিমানবন্দরে সোনা, দামী ঘড়ি সহ আটক ক্রুনাল পাণ্ডিয়া

.