আগামী তিন বছরে টিম ইন্ডিয়ার অন্তত দু'টো বিশ্বকাপ জেতা উচিত্!
কিন্তু সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়ে ২০১৯ সালের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বিরাট কোহলির দলকে।
নিজস্ব প্রতিবেদন: ২০১৯ বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং করেছিলেন টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা। একটি বিশ্বকাপের সর্বাধিক সেঞ্চুরির নজির রয়েছে তাঁর। কিন্তু সেমি ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে গিয়ে ২০১৯ সালের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বিরাট কোহলির দলকে। ব্যক্তিগত রেকর্ড নয় বরং বিশ্বকাপ না জিততে পারায় হতাশ হয়েছিলেন রোহিত শর্মা। তবে এবার বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর হিটম্যান। সুরেশ রায়নার সঙ্গে চ্যাটে রোহিত শর্মা বলেন, আগামী তিন বছরে অন্তত দু'টো বিশ্বকাপ জেতা ভারতের উচিত্!
সুরেশ রায়নার সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে রোহিত শর্মা বলেন, "বিশ্বকাপ জেতা সহজ নয়। তুমি যখন ওই টুর্নামেন্ট জিতবে তখন তার অনুভূতিটাই আলাদা। একটা আলাদা আবেগ জড়়িয়ে থাকে। সাত আটটা দলকে হারানো আর বিশ্বকাপ জেতা কঠিন ব্যাপার। কিন্তু বিশ্বকাপ জিতলে সেই আনন্দ দ্বিগুন হয়ে যায়।"
পাশাপাশি রোহিত শর্মা আরও বলেন, "আমার মনে হয় আমাদের সামনে বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে। সামনে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটা ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে। আমার মনে হয় আমাদের অন্তত দুটো বিশ্বকাপ জেতা উচিত্!"
আরও পড়ুন - বাংলাদেশের ব্যাটসম্যান মুশফিকুরের ব্যাট কিনবেন সানি লিয়ন! হুলস্থূল কাণ্ড