জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কার (India vs Sri Lanka)। মরণ-বাঁচন লড়াইয়ে দাসুন শনাকা (Dasun Shanaka) টস জিতে ব্যাট করতে পাঠান রোহিত শর্মাদের (Rohit Sharma)। টস হেরে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে মাত্র ১৭৩ রান তুলেছে, ৮ উইকেট হারিয়ে। শ্রীলঙ্কার বোলারদের দাপটে ভারতীয় ব্যাটাররা এদিন মুখ তুলতে পারেননি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দলের সিংহভাগ রানই করেছেন অধিনায়ক রোহিত। ওপেন করতে নেমে ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে রোহিত ব্যাট করেন ১৭৫.৬০-র স্ট্রাইক রেটে। আর এই ব্যাটিংয়ের সুবাদেই রোহিত অনন্য রেকর্ড করেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এশিয়া কাপে ১০০০ রান করার নজির গড়লেন 'হিটম্যান'। রোহিত টপকে গেলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে। এতদিন পর্যন্ত এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের রেকর্ড ছিল 'ক্রিকেট ঈশ্বর'-এর ঝুলিতেই। ২৩ ম্যাচে ৯৭১ রান করেছিলেন তিনি। রোহিত ৩১ ম্যাচে করলেন ১০১৬ রান।


আরও পড়ুন: IND vs SL, Ravichandran Ashwin: বিষ্ণোইয়ের বদলে দলে এসে বড় কথা বলে দিলেন অশ্বিন


দেখে নেওয়া যাক এশিয়া কাপে সর্বোচ্চ রানশিকারি যাঁরা:
১) সনথ জয়সূর্য- ২৫ ম্যাচে ১২২০ রান
২) কুমার সঙ্গাকারা-২৪ ম্যাচে ১০৭৫ রান
৩) রোহিত শর্মা- ৩১ ম্যাতে ১০১৬ রান
৪)  সচিন তেন্ডুলকর- ২৩ ম্যাচে ৯৭১ রান
৫) বিরাট কোহলি- ২০ ম্যাচে ৯২৩ রান


এই মুহূর্তে সুপার ফোরে খেতাব জয়ের অন্য়তম দুই দাবিদার-শ্রীলঙ্কা ও পাকিস্তান। যারা সুপার ফোরে একটি করে ম্যাচ খেলে জয় পেয়েছে। ফলে যথাক্রমে এক ও দুই নম্বরে রয়েছে দাসুন শানাকা ও বাবর আজমের টিম। ০.৫৮৯ রানরেট থাকার জন্য শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। ০.১২৬ রানরেট নিয়ে দুইয়ে পাক ব্রিগেড। তিনে থাকা ভারতের রানরেট মাইনাসে (-০.১২৬)। ফলে টিম ইন্ডিয়াকে ফাইনালে যেতে হলে পরপর দুটি ম্যাচ জিততেই হবে। একইসঙ্গে বাড়াতে হবে নেট রানরেট।


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)