Rohit Sharma, WI vs IND : গাড়িতে চেপে `৮৫-র শাস্ত্রীদের স্মৃতি ফেরাল রোহিতের ভারত, ভিডিয়ো ভাইরাল
রোহিত ছাড়াও সফরের শেষ ম্যাচে সূর্যকুমার যাদব,ঋষভ এবং ভুবনেশ্বর কুমারের মতো সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। এখন এই সব খেলোয়াড়দের এশিয়া কাপে খেলতে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর, টিম ইন্ডিয়া জিম্বাবোয়ে সফর যাবে। সেখানে শিখর ধাওয়ানের নেতৃত্বে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। তবে এর আগে টিম ইন্ডিয়া ১৯৮৫ সালের সুখের স্মৃতি ফিরিয়ে আনার জন্য সমর্থকরা মজে রয়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কয়েক মাস হয়ে গেল ভারতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন। তবুও টিম ইন্ডিয়ার (Team India) সঙ্গে বেশ জড়িয়ে আছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। রবিবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজ জয়ের পর দেখা গেল। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর গাড়িতে চেপে গোটা মাঠ ঘুরলেন রোহিত শর্মা (Rohit Sharma), ঋষভ পন্থরা (Rishabh Pant)। ঠিক যেমন ভাবে সেই ১৯৮৫ সালে বেনসন অ্যান্ড হেজেস ট্রফি জিতে মাঠ ঘুরেছিলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)-কপিল দেবরা (Kapil Dev)। সেই স্মৃতি ফিরিয়ে আনল টিম ইন্ডিয়া।
তিন স্পিনার রবি বিষ্ণোই, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ১০০ রানে অল আউট হয়ে যায়। ফলে ৮৮ রানে জিতে সিরিজ নিজেদের নামে করে নেয় ভারতীয় দল। আর এর পরেই গাড়ি চেপে মাঠে ঘুরে বেড়ান কুলদীপ যাদব-ঈশান কিশানরা। তারা একটি চার চাকার গাড়িতে চড়ে মাঠে ঘুরলেন। সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: IND vs WI : ক্যারিবিয়ানদের হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া
আরও পড়ুন: Savita Punia, CWG 2022 : ব্রোঞ্জ জয়ের পরেও খারাপ আম্পায়ারিং নিয়ে ফের সরব অধিনায়ক সবিতা
রোহিত ছাড়াও সফরের শেষ ম্যাচে সূর্যকুমার যাদব,ঋষভ এবং ভুবনেশ্বর কুমারের মতো সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। এখন এই সব খেলোয়াড়দের এশিয়া কাপে খেলতে দেখা যাবে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর, টিম ইন্ডিয়া জিম্বাবোয়ে সফর যাবে। সেখানে শিখর ধাওয়ানের নেতৃত্বে তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। তবে এর আগে টিম ইন্ডিয়া ১৯৮৫ সালের সুখের স্মৃতি ফিরিয়ে আনার জন্য সমর্থকরা মজে রয়েছেন।
স্টেডিয়ামে ব্যবহৃত ব্যাটারি গাড়িতে চড়ে ওঠে টিম ইন্ডিয়া। এই গাড়িটি সাধারণত গল্ফ কোর্সে দেখা যায়। টিম ইন্ডিয়ার প্রায় সব খেলোয়াড়কে একই গাড়িতে চড়তে দেখা গেছে। ড্রাইভিং সিটে বসে থাকতে দেখা গেল রোহিত শর্মাকে,তারপর ঋষভকে। এ ছাড়া বাকি খেলোয়াড়দের হয় গাড়ির পিছনে গিয়ে দাঁড়াতে দেখা গেল অথবা গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ভাবেই মাঠের চারদিকে ঘুরতে থাকে তাঁরা। এভাবেই দর্শকদের কাছে গিয়ে জয়ের সেলিব্রেশনে মেতে ওঠে টিম ইন্ডিয়া। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করেছে।