Savita Punia, CWG 2022 : ব্রোঞ্জ জয়ের পরেও খারাপ আম্পায়ারিং নিয়ে ফের সরব অধিনায়ক সবিতা

সেমিফাইনালে অস্ট্রেলিয়া প্রথম কোয়ার্টারে গোল করে ১-০ লিড নেয়। ১০ মিনিটের মাথায় গোল করেন রেবেকা গ্রেইনার। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে গোল করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। বন্দনা কাটারিয়া ৪৯ মিনিটে সমতা ফেরান। নির্ধারিত ৬০ মিনিটের শেষে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে যায়। ফলে লড়াই গড়ায় শুট-আউটে।   

Updated By: Aug 7, 2022, 10:26 PM IST
Savita Punia, CWG 2022 : ব্রোঞ্জ জয়ের পরেও খারাপ আম্পায়ারিং নিয়ে ফের সরব অধিনায়ক সবিতা
ব্রোঞ্জ জয়ের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী সবিতা পুনিয়া। ছবি : টুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ বছরের খরা মিটিয়ে অবশেষে ব্রোঞ্জ এসেছে। আর তাই ভারতের মহিলা হকি দল (Indian Women's Hockey Team) চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ব্রোঞ্জ পদক জিততেই উল্লাসে মেতেছে আসমুদ্র হিমাচল। সবিতা পুনিয়াদের (Savita Punia) ঐতিহাসিক জয়ের পর প্রমীলাবাহিনীকে শুভেচ্ছা জানালেন দেশের রাষ্ট্রপতি (President of India) দ্রৌপদী মুর্মু  (Droupadi Murmu) ও প্রধানমন্ত্রী ( Prime Minister of India) নরেন্দ্র মোদী (Narendra Modi)। এমনকি পুরুষ হকি দল পর্যন্ত মহিলা বাহিনীকে দিয়েছে 'গার্ড অফ অনার'। তবুও প্রমীলাবাহিনীর অধিনায়ক সবিতার ক্ষোভ এতটুকু কমছে না। সেটা ইতিহাস গড়ার পরেও বোঝা গেল। 

ম্যাচের শেষে সবিতা বলেন, "অবশ্যই পদক জিতে খুব আনন্দ হচ্ছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা অন্য রকমের পদক জিততেই পারতাম। কারণ আমরা খালি হাতে দেশে ফিরে যাওয়ার মতো হকি খেলিনি।" এরপরেই এই গোলকিপার যোগ করেন, "অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের জন্য আমাদের মনোবল ধাক্কা খেয়েছিল। সবার মন খারাপ হয়ে যায়। কিন্তু সেই হতাশা দূরে সরিয়ে রেখে আমরাই নিজেদের মোটিভেট করেছিলাম। নিউজিল্যান্ড খুব শক্তিশালী দল। জানতাম খেলা পেনাল্টি শুটআউট পর্যন্ত যেতে পারে। সেই জন্য মানসিক প্রস্তুতি বজায় রেখেছিলাম।" 

আরও পড়ুন: CWG 2022 : সবিতা পুনিয়ার দুরন্ত সেভে ব্রোঞ্জ জিতল ভারতের মহিলা দল

আরও পড়ুন: CWG 2022 : সবিতা পুনিয়াদের 'গার্ড অফ অনার' দিল পুরুষ দল, শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি

Savita Punia

সেমিফাইনালে অস্ট্রেলিয়া প্রথম কোয়ার্টারে গোল করে ১-০ লিড নেয়। ১০ মিনিটের মাথায় গোল করেন রেবেকা গ্রেইনার। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে গোল করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। বন্দনা কাটারিয়া ৪৯ মিনিটে সমতা ফেরান। নির্ধারিত ৬০ মিনিটের শেষে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে যায়। ফলে লড়াই গড়ায় শুট-আউটে। পেনাল্টিতে অস্ট্রেলিয়ার প্রথম শটই বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া। তবে স্টপওয়াচ শুরু হয়নি, এমন কারণ দেখিয়ে পুনরায় শট নিতে বলা হয় অস্ট্রেলিয়াকে। পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া গোল করে যায়। এরপর থেকেই মনোবল ভেঙে যায় ভারতের। শেষমেশ শুট-আউটে ০-৩ গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ভারতকে। ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া।

এমন ভাবে হারের পর ভারতীয় দলের কোনও সদস্য পেনাল্টি শুটআউট পর্যন্ত খেলা গড়িয়ে নিয়ে যেতে রাজি ছিলেন না। তবে শেষ পর্যন্ত কিউইদের বিরুদ্ধে ম্যাচও সেই পেনাল্টি শুটআউট পর্যন্ত গড়ায়। তখন দলের মানসিক অবস্থা কেমন ছিল? 

প্রশ্নের জবাবে সবিতা বললেন, "নিউজিল্যান্ড শেষ মুহূর্তে গোল করার জন্য আমরা চাপে পড়েছিলাম। তবে তাই বলে তো খেলা শেষ হয়ে যায়নি। ফলে চাপে থাকলেও আত্মবিশ্বাসে চির ধরেনি। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর আমরা কেউ ম্যাচকে পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে যেতে রাজি ছিলাম না। তবে অধিনায়ক হিসেবে আমরা দায়িত্ব অনেক বেশি। তাই দলের আত্মবিশ্বাস বাড়িয়েছিলাম। আমি অনেকটা সময় পেনাল্টি শুটআউট অনুশীলন করেছি। তাই ম্যাচটা আমাদের নামে লেখা থাকল।" কারণ সবিতা যে পেনাল্টি শুটআউটে তিনটি সেভ করেছিলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.