WATCH | Rohit Sharma | WTC Final 2023: এ কেমন অঙ্গভঙ্গি অধিনায়কের! রীতিমতো ধন্দে ফেলে দিলেন সকলকে

Rohit Sharma's 'DRS Review' Gesture Makes Confusion: হাস্যকর কাণ্ড ঘটানোয় রোহিত শর্মার জুড়ি মেলা ভার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও রোহিত নিজের ছাপ রাখলেন। টি সিগন্যাল দেখাতে গিয়েও না দেখিয়ে ধন্দে ফেলে দিলেন সকলকে!

Updated By: Jun 8, 2023, 06:06 PM IST
WATCH | Rohit Sharma | WTC Final 2023: এ কেমন অঙ্গভঙ্গি অধিনায়কের! রীতিমতো ধন্দে ফেলে দিলেন সকলকে
রোহিতকে নিয়ে চলল চর্চা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওভালের (The Oval) বাইশ গজে শুরু হয়েছে 'আল্টিমেট টেস্ট'। প্যাট কামিন্সের (Pat Cummins) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়া (Team India)। বৃহস্পতিবার মহারণের দ্বিতীয় দিনে আলোচনায় 'হিটম্যান'! ভারত অধিনায়ক মাঠে এমন অঙ্গভঙ্গি করলেন, যা রীতিমতো ধন্দে ফেলে দিলেন সকলকে। এবার আসা যাক ঘটনায়। অজি ইনিংসের ৯৭ নম্বর ওভারে বল করছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর ওভারের অন্তিম ডেলিভারি অ্যালেক্স ক্যারের (Alex Carey) স্টাম্পে লেগেছে বলেই মনে হয়েছিল! কিন্তু আম্পায়ার নট-আউট সিদ্ধান্ত দেন। তবে দেখে মনে হচ্ছিল যে, রোহিত এবার আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ডিআরএস রিভিউ (DRS Review) নেবেন এলবিডব্লিউয়ের জন্য। তবে রোহিত 'টি-সিগন্যাল' দেখিয়েও শেষ মুহূর্তে হাত সরিয়ে নেন। এবং বোঝানোর চেষ্টা করেন যে, বল লেগ স্টাম্প মিস করে গিয়েছে। রোহিতের এই অঙ্গভঙ্গি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Steve Smith | WTC Final 2023: গাভাসকরকে টপকে গেলেন স্মিথ! কিংবদন্তি বললেন, 'কী অসাধারণ প্লেয়ার'

মহারণের প্রথম দিনেই ব্যাকফুটে চলে গিয়েছিল টিম ইন্ডিয়া। গতকাল অর্থাৎ বুধবার, ওভালে দিনের শুরুটা ভারত দারুণ ভাবে করেছিল। ৭৬ রানের মধ্যেই অজিদের তিন উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুররা। কিন্তু ভারতের যাবতীয় পরিকল্পনা বানচাল করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন দুই অজি ব্যাটার- স্টিভ স্মিথ (৯৫) ও ট্র্যাভিস হেড  (১৪৬)। স্মিথ-হেডরা দায়িত্ব নিয়ে শামি-সিরাজদের ক্লাব স্তরের বোলারে পরিণত করেছিলেন। স্মিথ-হেডের অপরাজিত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান তুলেছে। বৃহস্পতিবার দুই অপরাজিত ব্যাটার ইনিংস শুরু করেন। হেড ১৬৩ রানে ফিরে যান ১৭৪ বলের ইনিংস খেলার পর। অন্যদিকে স্মিথও তাঁর প্রত্যাশিত শতরানও করে ফেলেন অনায়াসে। কেরিয়ারের ৩১ নম্বর টেস্ট শতরান আসে স্মিথের ব্যাট থেকে। ২৬৮ বলে ১২১ রান করেন স্মিথ ফিরে যান।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)    

.