জুভেন্তাসের জার্সিতে আবার গোল সিআর সেভেনের
প্রথম তিন ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েও নতুন ক্লাবে গোলের খাতা খুলতে পারেননি পর্তুগিজ তারকা। যদিও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সিআর সেভেনকে৷
![জুভেন্তাসের জার্সিতে আবার গোল সিআর সেভেনের জুভেন্তাসের জার্সিতে আবার গোল সিআর সেভেনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/09/24/143137-juve.jpg)
নিজস্ব প্রতিবেদন : একের পর এক শট নিয়েও গোলের দেখা পাচ্ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। হতাশা বাড়ার সঙ্গে সঙ্গে পয়েন্ট নষ্টের আশঙ্কাও ইতিউতি উঁকি দিচ্ছিল। তবে ত্রাতা সেই রোনাল্ডো। সঙ্গে ফেডরিকো বের্নারদেস্কির গোলে ফ্রোজিনানের বিরুদ্ধে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। চলতি মরশুমে লিগে সবগুলি জিতে সিরি-এ তে শীর্ষে রয়েছে টানা সাতবারের চ্যাম্পিয়নরা।
Serie A: FROSINONE 0-2 JUVENTUS | Late goals from Cristiano Ronaldo and Federico Bernardeschi secure all three points for the Old Lady. pic.twitter.com/CThYFwaKZZ
— CY☆9NEXUS (@D9INE_NEXUS_) September 23, 2018
সাসুওলোর বিরুদ্ধে সিরি-এ তে আগের ম্যাচেই জুভেন্তাসের জার্সিতে প্রথম গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ যদিও লিগে সেটা ছিল রোনাল্ডো এবং জুভেন্তাসের চতুর্থ ম্যাচ৷ প্রথম তিন ম্যাচে একাধিক গোলের সুযোগ পেয়েও নতুন ক্লাবে গোলের খাতা খুলতে পারেননি পর্তুগিজ তারকা। যদিও ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সিআর সেভেনকে৷ এবার ফ্রোজিনানের বিরুদ্ধে সিরি-এ র ম্যাচেও গোল করলেন ক্রিশ্চিয়ানো৷ মূলত রোনাল্ডোর গোলেই ইতালিয়ান লিগের পঞ্চম ম্যাচে জয়ের দেখা পেল জুভেন্তাস৷