অধিনায়কত্ব চলে গেলেও,দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ওয়েন রুনি
অধিনায়কত্ব চলে গেলেও,দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ওয়েন রুনি। জাতীয় দলের জার্সি যে তিনি এখনই ছাড়ছেন না তা পরিষ্কার করে দিচ্ছেন ম্যান ইউয়ের তারকা স্ট্রাইকার। সবে মাত্র ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছেন স্যাম অ্যালাডাইস। তিনি যে রুনিকে অধিনায়কত্বের আর্মব্র্যান্ড তুলে দেবেন,তারও কোনও নিশ্চয়তা নেই। তাতে অবশ্য ঘাবড়াচ্ছেন না রুনি। তিনি সাফ বলছেন যাই হোক না কেন,দুহাজার আঠেরো বিশ্বকাপ পর্যন্ত খেলবেনই।
ওয়েব ডেস্ক: অধিনায়কত্ব চলে গেলেও,দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন ওয়েন রুনি। জাতীয় দলের জার্সি যে তিনি এখনই ছাড়ছেন না তা পরিষ্কার করে দিচ্ছেন ম্যান ইউয়ের তারকা স্ট্রাইকার। সবে মাত্র ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছেন স্যাম অ্যালাডাইস। তিনি যে রুনিকে অধিনায়কত্বের আর্মব্র্যান্ড তুলে দেবেন,তারও কোনও নিশ্চয়তা নেই। তাতে অবশ্য ঘাবড়াচ্ছেন না রুনি। তিনি সাফ বলছেন যাই হোক না কেন,দুহাজার আঠেরো বিশ্বকাপ পর্যন্ত খেলবেনই।
আরও পড়ুন বিরাটকে নিয়ে কপিলের কী চাহিদা দেখুন
তারপর অবসর নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা বলছেন অধিনায়ক থাকি বা না থাকি,দলের যদি তাঁকে প্রয়োজন হয়,তাহলে তিনি খেলতে তৈরি।
আরও পড়ুন এক ডলারে রিওতে নিয়ে গিয়ে অলিম্পিক দেখাচ্ছে এক সংস্থা