ডনের মিউজিয়ামে সচিন

ক্রিকেট বিশ্বের কিংবদন্তির মিউজিয়ামে এবার বর্তমান দেবতার অধিষ্ঠান। অস্ট্রেলিয়ায় ব্র্যাডম্যানের মিউজিয়ামে বসতে চলেছে সচিন তেন্ডুলকরের মূর্তি।

Updated By: Jan 8, 2012, 07:14 PM IST

ক্রিকেট বিশ্বের কিংবদন্তির মিউজিয়ামে এবার বর্তমান দেবতার অধিষ্ঠান। অস্ট্রেলিয়ায় ব্র্যাডম্যানের মিউজিয়ামে বসতে চলেছে সচিন তেন্ডুলকরের মূর্তি। এক সময় ব্র্যাডম্যান নিজে জানিয়েছিলেন, সচিনের খেলার মধ্যে তিনি নিজের ছায়া দেখতে পান। তাই ব্র্যাডম্যানের মৃত্যুর পর মিউজিয়াম কর্তৃপক্ষ ঠিক করে, ব্র্যাডম্যানের পাশে সচিনের কীর্তিকেও তাঁরা তুলে ধরবেন। তাই তাঁরা এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে সচিনের মূর্তি স্থান পেতে চলেছে এই মিউজিয়ামে। ব্র্যাডম্যান বেঁচে থাকলে দেখতে পেতেন, তাঁর দর্শন বিন্দুমাত্রও ভুল ছিল না।

.