সচিন লাইভ- রোহতাকে মাস্টার ব্লাস্টার আউট ৫ রানে- লিটল মাস্টারকে বোল্ড করলেন মোহিত শর্মা

যোগিন্দার শর্মার বলে ওয়াসিম জাফর আউট হতেই গোটা রোহতাক চিত্‍কারে ফেটে পড়ল। না, ভারত বিশ্বকাপ জেতেনি, হরিয়ানা রঞ্জি পায়নি। আসলে এরপরই নামতে চলেছেন সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটের মানচিত্রের বাইরে থাকা একটা মাঠে ব্যাট হাতে যখন নামলেন তখন যেন ঘড়িটা কিছুটা থেমে গেল। গোটা মাঠ উঠে দাঁড়াল। শেষবার ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন সচিন। দলের স্কোর তখন ৩২ রানে ২ উইকেট। হরিয়ানাকে ১৩৪ রানে অল আউট করার পর মুম্বইয়ের অবস্থাও বিশেষ ভাল নয়।

Updated By: Oct 27, 2013, 02:56 PM IST

সচিন- ৫ রানে আউট (৭ বলে)। হরিয়ানা-১৩৪। মুম্বই- ৩৯/৩
জীবনের শেষ ঘরোয়া ক্রিকেটের ম্যাচের প্রথম ইনিংসে ৫ রানে আউট হয়ে গেলেন সচিন তেন্ডুলকর। সচিনকে ৫ রানের মাথায় বোল্ড আউট করে দিলেন মোহিত শর্মা। তবে ম্যাচের যা অবস্থা তাতে সচিন দ্বিতীয় ইনিংস হয়তো আরও একবার ব্যাট করার সুযোগ পাবেন। এদিন সচিন খেলেন ৫ টা বল। প্রতিটা বল পড়তেই দর্শকদের চিত্‍কার একবারে সপ্তমে ওঠে। তবে মাস্টার ব্লাস্টার আউট হতেই সব চুপ। গোটা রোহতাকে যেন পিন পড়লে আওয়াজ পাওয়া যাবে।
যোগিন্দার শর্মার বলে ওয়াসিম জাফর আউট হতেই গোটা রোহতাক চিত্‍কারে ফেটে পড়ল। না, ভারত বিশ্বকাপ জেতেনি, হরিয়ানা রঞ্জি পায়নি। আসলে এরপরই নামতে চলেছেন সচিন তেন্ডুলকর। ভারতীয় ক্রিকেটের মানচিত্রের বাইরে থাকা একটা মাঠে ব্যাট হাতে যখন নামলেন তখন যেন ঘড়িটা কিছুটা থেমে গেল। গোটা মাঠ উঠে দাঁড়াল। শেষবার ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন সচিন। দলের স্কোর তখন ৩২ রানে ২ উইকেট। হরিয়ানাকে ১৩৪ রানে অল আউট করার পর মুম্বইয়ের অবস্থাও বিশেষ ভাল নয়।
তবে সচিন নামতেই সব কেমন গুলিয়ে গেল। ম্যাচের স্কোরবোর্ড যেন তাত্‍পর্যহীন হয়ে পড়ল। এসেই একটা বাউন্ডারি হাঁকালেন মাস্টার ব্লাস্টার। রোহতাক তখন খুশিতে পাগল হয়ে উঠল। সচিনের সঙ্গে ব্যাট করছেন আজিঙ্কা রাহানে।
এর আগে অভিষেক নায়ারের চার উইখেটের সৌজন্যে ১৩৪ রানে অলআউট হয়ে যায় অজয় জাদেজার হরিয়ানা। সাত বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমে জাদেজা করলেন ১৪ রান। জাহির খান ৩৮ রান দিয়ে নিলেন এক উইকট।

.