রোহিত, চেতেশ্বরের শতরানের পূজায় সচিনের বিদায় লগ্ন স্মরণীয়, তাসের ঘরের মত ভাঙছে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস, সম্ভবত শেষ ইনিংস খেলে ফেলেছেন সচিন
টিনো বেস্টের বলে বাউন্ডারি মেরে ৬৮ তম অর্ধশতরান পূর্ণ করলেন ৯১ বলে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর শেষ টেস্টে দ্বিতীয় দিনে ৭৪ রানে আউট সচিন। তবু খেলা চলছে নিয়ম মতই। ভারতের সামনে ২-০ সিরিজ জিতে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার হাতছানি। মুম্বই টেস্ট নিয়েই থাকল লাইভ আপডেট
এখানে ক্লিক করে দেখুন লাইভ স্কোরবোর্ড--
West Indies 182,43/3, India 495
দ্বিতীয় দিনের খেলা শেষ ওয়েস্ট ইন্ডিজ ২৭০ রানে পিছিয়ে। হাতে ৭ উইকেট। ক্রিজে ক্রিস গেইল।
আবার উইকেট। তৃতীয় উইকেটের পতন ওয়েস্ট ইন্ডিজের। ওঝার বলে আউট ব্রাভো (১০)।
এবার আউট নাইটওয়াচম্যান টিনো বেস্ট। বেস্টকে আউট করলেন ওঝা। সচিনের ফের ব্যাট করতে নামা অনিশ্চিত হয়ে পড়ল।
৩১৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামল ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই পাওয়েলের উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েলকে আউট করলেন অশ্বিন।
ভারতের ইনিংস শেষ ৪৯৫ রানে। ভারতকে ফের ব্যাট করতে নামাতে হলে দ্বিতীয় ইনিংসে গেইলদের করতে হবে অন্তত ৩১৩ রান। রোহিত শর্মা নট আউট ১১১ রানে। রোহিত মারলেন ১১টা বাউন্ডারি, ৩টে ওবার বাউন্ডারি।
টেস্ট ক্রিকেটে আবির্ভাবের পর পরপর দুটো সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় হলেন রোহিত। এর আগে এই রেকর্ড আছে শুধু আজহারউদ্দিন, আর সৌরভ গাঙ্গুলি। আজহার পরপর তিনটি টেস্টে সেঞ্চুরি করেছিলেন। সৌরভ অভিষেক হওয়ার পর পরপর দুটো টেস্টে শতরান করেছিলেন।
ভারতের ইনিংস শেষ ৪৯৫ রানে। ভারতকে ফের ব্যাট করতে নামাতে হলে দ্বিতীয় ইনিংসে গেইলদের করতে হবে অন্তত ৩১৩ রান। রোহিত শর্মা নট আউট ১১১ রানে।
মহম্মদ সামির বাউন্ডারিতে ভারতের লিড ৩০০ ছাড়িয়ে গেল। কলকাতায় রোহিত শর্মা করেছিলেন ১৭৭ রান।
পরপর দুটো টেস্টে শতরান করলেন রোহিত শর্মা। কলকাতায় অভিষেক টেস্টে শতরান করার পর মুম্বইয়েও শতরান করলেন রোহিত। ভারতের লিড ৩০০ ছুঁইছুঁই
নো বলে আউট সিলিংফোর্ডের বলে আউট রোহিত (৮৬)। হেসে ফেললেন ক্যারিবিয়ান অধিনায়ক ডারেন স্যামি।
ভারতের লিড ২৫০ ছাড়ল। রোহিত শর্মা ৭৫ গণ্ডি টপকালেন।
রোহিত শর্মা দারুণ খেলছেন। কলকাতায় অভিষেক টেস্টে শতরান করার পর আজ অর্ধশতরান পূর্ণ করলেন রোহিত।
ধোনি ব্যর্থ হলেন। বেস্টের বলে ৪ রানে আউট ভারত অধিনায়ক।
শতরান- ওয়াংখেড়েতে শতরান হল। তবে সচিন নয়, শতরান করলেন চেতেশ্বর পূজারা। ১৪৭ বল খেলে টেস্ট ক্রিকেটে তাঁর পঞ্চম শতরানটি পেলেন পূজারা। সচিন প্যাভিলিয়ন থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন।
পঞ্চম টেস্টে শতরান থেকে ৩ রান দূরে পূজারা।
আউট-- সিলিংফোর্ডের বলে আউট কোহলি। কোহলি আউট ৫৭ রানে। দর্শকরা হতাশ নন। কারণ তো সবারই জানা। সচিনকে ফের ব্যাট করতে হলে ভারতের লিডটা আকাশছোঁয়া হলে চলবে না।
অর্ধশতরান পূর্ণ করলেন কোহলি। উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন সচিন।
শতরানের মুখে চেতেশ্বর পূজারা। লাঞ্চের বিরতিতে পূজারা নট আউট ৮৫ রানে। মাত্র ৩৪ বল খেলেই ঝড়ো ইনিংসে কোহলি অপরাজিত ৩৬ রানে। পূজারা তাঁর টেস্টে কেরিয়ারে পঞ্চম শতরান থেকে ১৫ রান দূরে।
সচিন ফিরে যাওয়ার পর নামলেন কোহলি। চারও মারলেন। কিন্তু ম্যাচের প্রাণশক্তিটা কোথায় যেন হারিয়ে গিয়েছে। দর্শকরা চাইছেন ভারত তাড়াতাড়ি অল আউট হয়ে যাক। এমন বড় রানের লিড না আসুক যাতে ওয়েস্ট ইন্ডিজ সেই রানটা তুলতে না পারে। কারণ তা না হলে সচিন হয়ত শেষবার ব্যাট করে ফেললেন।
সচিন আউট হওয়ার পরই গ্যালারিতে বসে কাঁদলেন তাঁর ভক্ত সুধীর। (আমাদের ফেসবুক পেজে দেখুন সেই ছবি)
ওয়াংখেড়ের ড্রেসিংরুমে ফিরে যাওয়ার আগে চেতেশ্বর পূজারার সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ১৪৪ রান যোগ করলেন সচিন।
বেদনার মুহূর্ত-নরসিংহ দিওনারিনের বলে আউট সচিন। ১১৮টা বলে খেলে ৭৪ রানে ফিরে গেলেন প্যাভিলিয়নে। সচিন মারলেন মোট ১২টা চার। ওয়াংখেড়ে চুপ হয়ে গেল। দেশ যেন কিছুক্ষণ থেমে গেল। সচিনের ক্যাচ লুফলেন ক্যারিবিয়ান অধিনায়ক ডারেন সামি। SR Tendulkar c Sammy b Deonarine 74 (118b 12x4 0x6) SR: 62.71
আজ সচিন যখন শতরানের দোরগোড়ায় তখন তাঁর ছেলে বল বয়ের ভূমিকায়। অর্জুনকে দেখা যাচ্ছে বল বয় হিসাবে।
শুধু আমির খান নন হৃতিক রোশনও সচিনের শেষ টেস্ট দেখতে বসে ওয়াংখেড়েতে আবেগে ভাসছেন।
১২ তম বাউন্ডারি মারলেন সচিন। ৭০ এ। ঘরে ঢুকে পড়লেন মাস্টার ব্লাস্টার।
সচিনের পর এবার অর্ধশতরান পূর্ণ করলেন পুজারা। ৭৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন পূজারা। মারলেন চারটে বাউন্ডারি।
আজকের দিনেই ২৪ বছর আগে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের। করাচিতে আজকের দিনেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে জন্ম হয়েছিল সচিনের।
গুড লাক--- সচিনের ক্যাচ মিস। টিনো বেস্টের বলে শর্ট লেগে ক্যাচ মিস। সচিনের রান এখন ৬৭। পুজারা ৪৭।
সচিনের ম্যাচ দেখতে হাজির রাহুল গান্ধী, আমির খান, বলিউডের বহু তারকারা।
শেষ টেস্টে শতরান করেছেন এখনও পর্যন্ত তিনজন ব্যাটসম্যান। গ্রেগ চ্যাপেল, বিজয় মঞ্জেরকর, বিজয় মার্চেন্ট। সচিন এই ক্লাবের সদস্য হতে পারবেন কি?
টিনো বেস্টের বলে বাউন্ডারি মেরে ৬৮ তম অর্ধশতরান পূর্ণ করলেন ৯১ বলে। এখনও পর্যন্ত মোট ৯টা বাউন্ডারি মারলেন মাস্টার ব্লাস্টার।
মুম্বইয়ের নাম এখন অনায়াসে সচিন নগরী বলা চলে।