চোটের কারণে মাঠের বাইরে সচিন

হাতের চোটের কারণে বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডেকান চার্জার্সের বিরুদ্ধেও খেলতে পারলেন না সচিন তেন্ডুলকর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অসি পেসার বোলিঙ্গারের বলে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সোমবার টুইচারে চোট পাওয়া হাতের আঙুলের ছবিও পোস্ট করেছেন সচিন।

Updated By: Apr 9, 2012, 10:54 PM IST

হাতের চোটের কারণে বোর্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে ডেকান চার্জার্সের বিরুদ্ধেও খেলতে পারলেন না সচিন তেন্ডুলকর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অসি পেসার বোলিঙ্গারের বলে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সোমবার টুইচারে চোট পাওয়া হাতের আঙুলের ছবিও পোস্ট করেছেন সচিন।
টুইট করে মাস্টার ব্লাস্টার নিজেই জানিয়েছেন, হাতের অবস্থা এখনও ভাল নয়। গত চার দিনে, দিনে দুবার করে হাতের জমাট বাঁধা রক্ত বার করতে হয়েছে বলে জানিয়েছেন সচিন। মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট মনে করছে, খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারবেন মাস্টার ব্লাস্টার।

.