গায়ক হিসাবে আত্মপ্রকাশ হল সচিন তেন্ডুলকরের
ক্রিকেটের ২২ গজে তিনি কিংবদন্তী। ক্রিকেট বিশ্বের বর্তমান প্রজন্মের আনেকের কাছে তিনি আইকন। কেউ কেউ তাঁকে ক্রিকেট ঈশ্বরও বলেন। হ্যাঁ, সচিন তেন্ডুলকরের কথাই বলা হচ্ছে। সেই সচিন তেন্ডুলকর এবার একদম ভিন্ন আঙিনায়।ব্যাট নয় মাইক হাতে। নতুনরূপে। গানের একটি বিখ্যাত রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের গায়ক হিসাবে আত্মপ্রকাশ হল সচিন তেন্ডুলকরের।
![গায়ক হিসাবে আত্মপ্রকাশ হল সচিন তেন্ডুলকরের গায়ক হিসাবে আত্মপ্রকাশ হল সচিন তেন্ডুলকরের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/04/03/82357-sachin3-4-17.jpg)
ওয়েব ডেস্ক: ক্রিকেটের ২২ গজে তিনি কিংবদন্তী। ক্রিকেট বিশ্বের বর্তমান প্রজন্মের আনেকের কাছে তিনি আইকন। কেউ কেউ তাঁকে ক্রিকেট ঈশ্বরও বলেন। হ্যাঁ, সচিন তেন্ডুলকরের কথাই বলা হচ্ছে। সেই সচিন তেন্ডুলকর এবার একদম ভিন্ন আঙিনায়।ব্যাট নয় মাইক হাতে। নতুনরূপে। গানের একটি বিখ্যাত রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের গায়ক হিসাবে আত্মপ্রকাশ হল সচিন তেন্ডুলকরের।
আরও পড়ুন রেসলিং রিংকে বিদায় জানালেন দ্য আন্ডারটেকার
সঙ্গী বিখ্যাত গায়ক এবং অভিনেতা সোনু নিগম। ক্রিকেটের ভগবানকে নতুন ভূমিকায় দেখে আপ্লুত তাঁর ভক্তরা। রবিবার রাত আটায় ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালে নতুন পরিচয় আত্মপ্রকাশ ঘটতে চলেছে মাস্টার ব্লাস্টারের।