Tokyo Olympics 2020: হেরে গেলেন Sai Praneeth, শেষ হলো তাঁর অভিষেক অলিম্পিক্স অভিযান
এদিন কোর্টে ৩৪ মিনিটে ম্যাচের ভাগ্য লিখে দেন ডাচ প্রতিদ্বন্দ্বী।
নিজস্ব প্রতিবেদন: ভারতের বি সাই প্রনীতের (Sai Praneeth) অভিষেক অলিম্পিক্স অভিযান হতাশার সঙ্গেই শেষ হলো। বুধবার টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) পঞ্চম দিনে নেদারল্যান্ডসের মার্ক ক্যালাওয়ের কাছে স্ট্রেট সেটে হারলেন প্রনীত। ক্যালাওয়ের পক্ষে ফল ১৪-২১, ১৪-২১।
আরও পড়ুন: Tokyo 2020: কোয়ার্টার ফাইনালে বক্সার Pooja Rani, পদক থেকে এক ধাপ দূরে দেশের মেয়ে
Preliminary - MS Group D
Sai Praneeth #IND vs Mark Caljouw #NED14-21 14-21 WOWW WHAT AN UPSET!!!
History for Netherlands!!!
Mark Caljouw has become the FIRST EVER Dutch player to reach the Men's Singles Round of 16 in the #Olympics#Badminton#BadmintalkTokyo2020 #Tokyo2020
(@BadmintonTalk) July 28, 2021
এদিন কোর্টে ৩৪ মিনিটে ম্যাচের ভাগ্য লিখে দেন ডাচ প্রতিদ্বন্দ্বী। ক্যালাওয়ে তাঁর দেশের প্রথম ব্যাডমিন্টন প্লেয়ার হিসেবে পুরুষ সিঙ্গলসের প্রি-কোয়ার্টারে ওঠেন। ২০১৯ এর বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী প্রনীত ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন। প্রনীতকে প্রথম ম্যাচেই ইজরায়েলের মিশা জিলবারম্যানের কাছে হারতে হয়েছিল ১৭-২১ ও ১৫-২১ ব্যবধানে। ৪১ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে গিয়েছিল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)