কোর্টে ঝড় তুলে চিন ওপেনের ফাইনালে সাইনা

চিন ওপেনে ঝড় তুলে ফাইনালে পৌঁছলেন ভারতের সাইনা নেহওয়াল। ব্যাডমিন্টনের সুপার সিরিজ এই প্রিমিয়ার টুর্নামেন্টের ফাইনাল জিতলেই সাইনার পকেটে ঢুকবে ৭ লক্ষ মার্কিন ডলার।

Updated By: Nov 15, 2014, 04:03 PM IST
কোর্টে ঝড় তুলে চিন ওপেনের ফাইনালে সাইনা

ফুজহউ: চিন ওপেনে ঝড় তুলে ফাইনালে পৌঁছলেন ভারতের সাইনা নেহওয়াল। ব্যাডমিন্টনের সুপার সিরিজ এই প্রিমিয়ার টুর্নামেন্টের ফাইনাল জিতলেই সাইনার পকেটে ঢুকবে ৭ লক্ষ মার্কিন ডলার।

শনিবার হাইক্সিয়া অলিম্পিক স্পোর্ট সেন্টারে সেমিফাইনালে বিশ্বের ১৭ নম্বর চিনের লিউ জিন কে ২১-১৭, ২১-১৭-তে উড়িয়ে দেন অলিম্পিকের ব্রোঞ্জ মেডেল জয়ী সাইনা।

ফাইনালে বিশ্বের ৫ নম্বর সাইনার মুখোমুখি হবেন এই টুর্নামেন্টের পঞ্চম বাছাই কোরিয়ার বে ইয়েওন জু ও জাপানের আকানে ইয়ামাগুচি ম্যাচের বিজেতা।

প্রথম গেমে শুরুতে অবশ্য নড়বড়ে দেখাচ্ছিল ভারতের এক নম্বর মহিলা শাটলারকে। চিনা লিউ ৭-৪ এগিয়ে যাওয়ার পর হঠাৎই ছন্দে ফেড়েন সাইনা। কোর্টে রীতিমত ঝড় তুলে ১৯-১৩-এ এগিয়ে যান। এরপর লিউ চার পয়েন্ট পেয়ে গ্যাপ কিছুটা কমালেও সাইনা সহজেই প্রথম গেম জিতে নেন।

দ্বিতীয় গেমেও প্রাথমিকভাবে লিউ ৫-২-এ এগিয়ে গেলেও দ্রুত সাইনা সেই পার্থক্য মুছে বেশ কিছুটা এগিয়ে যান। তাঁর অ্যাঙ্গেলড স্ট্রোকের কাছে অসহায় দেখাচ্ছিল চিনা তরুণীকে। তবে পড়ে সাইনারই কিছি আনফোর্সড এরর-এর জেরে ব্যবধান কমান লিউ। তবে শেষ রক্ষা করতে পারেননি। দ্বিতীয় গেমও সহজেই পকেটে পড়েন সাইনা।

শেষবার অস্ট্রেলিয়ান সুপার সিরিজের ফাইনালে দেখা গিয়েছিল সাইনা ম্যাজিক। স্পেনের ক্যারোলিনা মার্টিনকে হারিয়ে জিতে নিয়েছিলেন টাইটেল।

 

.