স্পোর্টিং থেকে বাগানে 'সন্দেশ' নিয়ে আসতে তোরজোড় মোহন কর্তাদের
আই লিগের জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মোহনবাগান। এর মধ্যেই আগামী মরসুমের জন্য দলগঠনের কাজ শুরু করে দিল সবুজ-মেরুন। এবারের দলে খুব বেশি পরিবর্তন চান না কর্তারা। ডিফেন্সে একজন ভাল ভারতীয় ফুটবলার চান সবুজ-মেরুন কর্তারা। সেক্ষেত্রে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার সন্দেশ জিঙ্ঘানকেই প্রথম পছন্দ মোহনবাগান কর্তাদের। শোনা যাচ্ছে সন্দেশের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে মোহনবাগানের। চলতি মরসুমে আইএসএল শেষ হওয়ার পর মোহনবাগানের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত স্পোর্টিংয়ে সই করেন সন্দেশ। বর্তমানে ফর্মের বিচারে সন্দেশই ভারতের সেরা ডিফেন্ডার। দু বছরের জন্য দেড় কোটি টাকার চুক্তিতে কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএল খেলবেন তরুণ এই ডিফেন্ডার। সন্দেশ জিঙ্ঘানকে পেলে আনোয়ারকে ছেড়ে দিতে পারে সবুজ-মেরুন।
ওয়েব ডেস্ক: আই লিগের জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে মোহনবাগান। এর মধ্যেই আগামী মরসুমের জন্য দলগঠনের কাজ শুরু করে দিল সবুজ-মেরুন। এবারের দলে খুব বেশি পরিবর্তন চান না কর্তারা। ডিফেন্সে একজন ভাল ভারতীয় ফুটবলার চান সবুজ-মেরুন কর্তারা। সেক্ষেত্রে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার সন্দেশ জিঙ্ঘানকেই প্রথম পছন্দ মোহনবাগান কর্তাদের। শোনা যাচ্ছে সন্দেশের সঙ্গে একপ্রস্থ কথাও হয়েছে মোহনবাগানের। চলতি মরসুমে আইএসএল শেষ হওয়ার পর মোহনবাগানের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত স্পোর্টিংয়ে সই করেন সন্দেশ। বর্তমানে ফর্মের বিচারে সন্দেশই ভারতের সেরা ডিফেন্ডার। দু বছরের জন্য দেড় কোটি টাকার চুক্তিতে কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএল খেলবেন তরুণ এই ডিফেন্ডার। সন্দেশ জিঙ্ঘানকে পেলে আনোয়ারকে ছেড়ে দিতে পারে সবুজ-মেরুন।