শিখরে সাঙ্গা, একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপে সেঞ্চুরির হ্যাট্রিক করলেন

একদিনের ক্রিকেটে  ১৪০০০  রানের এলিট গ্রুপে ঢুকে পড়েছেন কুমারা সাঙ্গাকারা।

Updated By: Mar 10, 2015, 03:00 PM IST
শিখরে সাঙ্গা, একমাত্র ক্রিকেটার যিনি বিশ্বকাপে সেঞ্চুরির হ্যাট্রিক করলেন

ওয়েব ডেস্ক:একদিনের ক্রিকেটে  ১৪০০০  রানের এলিট গ্রুপে ঢুকে পড়েছেন কুমারা সাঙ্গাকারা।

একের পর এক রেকর্ড গড়ে চলেছেন শ্রীলঙ্কার বাহাতি এই ব্যাটসম্যান। রানের মাইল ফলকেই  থেমে নেই শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক। বিশ্বকাপে পরপর তিন ম্যাচে শতরান করে নয়া নজিরও গড়ে ফেললেন। ৫ টি ম্যাচ খেলে সাঙ্গাকারার মোট রান ৩৭২। সর্বচ্চো রান ১১৭*। ২০১৫ বিশ্বকাপে তাঁর গড় রান ১২৪.`০০।

এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত এই রেকর্ড নেই কোনও ব্যাটসম্যানের দখলে।  এই পারফরম্যান্সের পর সাঙ্গার একসময়ের সতীর্থ মুথাইয়া মুরলিথরন বলেন এই মূহর্তে সাঙ্গাকারা বিশ্বের সেরা ব্যাটসম্যান। তার মতে বিরাট কোহলি,এ বি ডেভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলরা দারুন খেলছেন। কিন্তু সাঙ্গাকারাকে ভয় পাচ্ছে সব দল।  মুরলি আরও বলেন কোনও ঝুঁকি না নিয়েও যে বড় ইনিংস খেলা যায় তার বড় উদাহরণ সাঙ্গা।

 

.