উইম্বলডনের তৃতীয় রাউন্ডে সানিয়া

ফরাসি ওপেনের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হওয়ার পর উইম্বলডনেও সানিয়ার দুরন্ত ফর্ম অব্যাহত। মহিলাদের ডাবলসে আমেরিকার বেথানি মাটেকস্যান্ডসের সঙ্গে জুটি বেঁধে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠলেন সানিয়া। ফরাসি জুটি স্টেফানি ফর্তেজ গ্যাকন-ক্রিস্টিনা লেডেনোভিককে হারিয়ে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে দেয় ত্রয়োদশ বাছাই ইন্দো-আমেরিকান জুটি।

Updated By: Jun 29, 2012, 11:50 PM IST

ফরাসি ওপেনের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হওয়ার পর উইম্বলডনেও সানিয়ার দুরন্ত ফর্ম অব্যাহত। মহিলাদের ডাবলসে আমেরিকার বেথানি মাটেকস্যান্ডসের সঙ্গে জুটি বেঁধে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠলেন সানিয়া। ফরাসি জুটি স্টেফানি ফর্তেজ গ্যাকন-ক্রিস্টিনা লেডেনোভিককে হারিয়ে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে দেয় ত্রয়োদশ বাছাই ইন্দো-আমেরিকান জুটি।
প্রথম সেটে খানিকটা লড়াই চালালেও দ্বিতীয় সেটে কার্যত আত্মসমর্পণ করে সানিয়াদের প্রতিপক্ষ। গোটা ম্যাচে ৫টির মধ্যে ৩টি ব্রেক পয়েন্ট কাজে লাগিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিতে মাত্র ৫৫ মিনিটের সময় নেন সানিয়ারা। তৃতীয় রাউন্ডে হয় উইলিয়ামস বোনেদের, অথবা রুশ জুটি মারিয়া কিরিলেঙ্কো-নাদিয়া পেত্রোভার মুখোমুখি হবেন সানিয়ারা। উইম্বলডনে সানিয়ার দুর্দান্ত ফর্ম অলিম্পিকে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে বলে মনে করছে ভারতীয় টেনিস মহল।

.