ফেড কাপে ভারতের নেতৃত্বে সানিয়া

মহিলাদের ফেড কাপে ভারতকে নেতৃত্ব দেবেন সানিয়া মির্জা। ফেড কাপের এশিয়া-ওশিনিয়ার গ্রুপ টু-তে এবছর ভারত সহ ১১ টি দেশ অংশ নেবে। চ্যাম্পিয়ন দেশ ২০১৬ ফেড কাপ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ওয়ানে অংশ নিতে পারবে। ভারতের হয়ে সানিয়া মির্জা ছাড়া অংশ নিচ্ছেন  টেনিস তারকা অঙ্কিতা রায়না, নাতাশা পালহা এবং প্রার্থনা থোম্বারে। এবছর দুরন্ত ফর্মে রয়েছে সানিয়া। ফ্যামিলি সার্কেল কাপ চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জিতে নিয়েছেন ৩ টি খেতাব। ডাবলসে এখন বিশ্বের ১ নং খেলোয়াড় তিনিই। দেখার বিষয় সানিয়া ফেড কাপে কোনও সিঙ্গলস ম্যাচে অংশ নেন কি না।

Updated By: Apr 14, 2015, 08:02 PM IST
ফেড কাপে ভারতের নেতৃত্বে সানিয়া

ওয়েব ডেস্ক:মহিলাদের ফেড কাপে ভারতকে নেতৃত্ব দেবেন সানিয়া মির্জা। ফেড কাপের এশিয়া-ওশিনিয়ার গ্রুপ টু-তে এবছর ভারত সহ ১১ টি দেশ অংশ নেবে। চ্যাম্পিয়ন দেশ ২০১৬ ফেড কাপ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ওয়ানে অংশ নিতে পারবে। ভারতের হয়ে সানিয়া মির্জা ছাড়া অংশ নিচ্ছেন  টেনিস তারকা অঙ্কিতা রায়না, নাতাশা পালহা এবং প্রার্থনা থোম্বারে। এবছর দুরন্ত ফর্মে রয়েছে সানিয়া। ফ্যামিলি সার্কেল কাপ চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জিতে নিয়েছেন ৩ টি খেতাব। ডাবলসে এখন বিশ্বের ১ নং খেলোয়াড় তিনিই। দেখার বিষয় সানিয়া ফেড কাপে কোনও সিঙ্গলস ম্যাচে অংশ নেন কি না।

.