ISL 2020-21: গোল করে এগিয়ে গিয়ে, পেনাল্টি বাঁচিয়েও জয় অধরা SC East Bengal-এর, Hyderabad FC-র কাছে হারল ফাউলারের দল
সান্তানার জোড়া গোলে হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) কাছে ৩-২ গোলে হারল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। পাঁচ ম্যাচ হয়ে গেল তবুও আইএসএলে এখনও জ্বলল না মশাল।
নিজস্ব প্রতিবেদন: জ্যাক মাঘোমার (Jacques Maghoma) গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। পেনাল্টি বাঁচালেন দেবজিত্ মজুমদার। তারপরেও সান্তানার জোড়া গোলে হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) কাছে ৩-২ গোলে হারল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। পাঁচ ম্যাচ হয়ে গেল তবুও আইএসএলে এখনও জ্বলল না মশাল।
মঙ্গলবার আইএসএলে প্রথম গোলের দেখা পেল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। সৌজন্যে জ্যাক মাঘোমা (Jacques Maghoma)। তিলক ময়দানে লিগের পঞ্চম ম্যাচে এসে ২৬ মিনিটে হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC) বিরুদ্ধে গোল করলেন এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) মাঘোমা। আগের ম্যাচে ড্র করে আইএসএলে প্রথম পয়েন্ট পায় রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল। এবার প্রথম গোল পেয়ে ভাল ফুটবল খেলতে থাকে মাঘোমা, পিলকিংটনরা।
প্রথমার্ধে ম্যাচের শেষ লগ্নে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। আদ্রিয়ান সান্তানার (Aridane Santana) স্পটকিক দুরন্ত সেভ করেন দেবজিত্ মজুমদার। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।
এরপর দ্বিতীয়ার্ধে এক মিনিটে জোড়া গোল করে হায়দরাবাদ এফসিকে ম্যাচে ফেরালেন আদ্রিয়ান সান্তানা (Aridane Santana)। ৫৬ মিনিটে দুটি গোল করেন তিনি। ৬৮ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন হোলিচরণ নার্জারি ( Halicharan Narzary)। পিছিয়ে পরে ৮১ মিনিটে ব্যবধান কমান সেই মাঘোমা (Jacques Maghoma)। কিন্তু আর সমতা ফেরাতে পারেননি এসসি ইস্টবেঙ্গল। এদিন চোট সারিয়ে লাল-হলুদের অ্যারোন আমাদি মাঠে নামলেও তেমন কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত ৩-২ গোলে হায়দরাবাদ এফসি-র কাছে হারতে হল এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal)।
আরও পড়ুন - ISL 2020-21: FC Goa-কে হারিয়ে জয়ের ছন্দে ফিরতে মরিয়া হাবাসের ATK Mohun Bagan