নিজস্ব প্রতিবেদন: আইপিএলের (IPL 2022) ৬৫ নম্বর ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। হায়দরাবাদের ১৯৩ রান তাড়া করতে নেমে মুম্বই ১৯০ রানে থেমে যায়। মাত্র তিন রানের জন্য রোহিত শর্মাদের (Rohit Sharma) নিয়মরক্ষার ম্য়াচে জেতা হল না।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন দুরন্ত লড়াকু ইনিংস খেলে এই ম্যাচে শিরোনামে এলেন টিভ ডেভিড (Tim David)। পাঁচে ব্যাট করতে নেমে সিঙ্গাপুরের টি-২০ বিশেষজ্ঞ ব্যাটার ১৮ বলে ৪৬ রান করেন। ১৮ নম্বর ওভারে এসে দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হয়ে যান তিনি। ডেভিড থাকলে যে ম্যাচ মুম্বই বার করে নিত, তা আর বলার অপেক্ষা রাখে না। ডেভিড আউট হতেই মুম্বইয়ের আপামোর সমর্থকের মতো হৃদয় ভাঙে গ্যালারিতে থাকা সারা তেন্ডুলকরেরও (Sara Tendulkar)। সচিন কন্যার হতাশ মুখের প্রতিক্রিয়া নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায়।


মাত্র ২৪ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় সারা অত্যন্ত জনপ্রিয়। তাঁকে নিয়ে এক আলাদাই উন্মাদনা রয়েছে নেটিজেনদের একাংশের। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের (University College of London) স্নাতককে ইনস্টাগ্রামে (Instagram) ফলো করেন ২ মিলিয়ন মানুষ। আন্তর্জাতিক পোশাকের ব্র্যান্ড সেল্ফ-প্রোটেইট-এর (Self-Portrait) সঙ্গেই সারার বিজ্ঞাপনের দুনিয়ায় পথচলা শুরু। এই ব্র্যান্ডের পোশাক ভারতে এক্সক্লুসিভলি পাওয়া যায় ই-কমার্স প্ল্যাটফর্ম আজিও লাক্সে (Ajio Luxe)। নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করেন সারা। তাঁর  জিমস্যুটে ছবিও ভাইরাল হয়েছিল গতবছর। শোনা যাচ্ছে দ্রুত বলিউডেও অভিষেক করতে চলেছেন তিনি।


আরও পড়ুন: Satender Malik: কমনওয়েলথ ট্রায়ালে রেফারিকে এলোপাথাড়ি মারধর! আজীবন নির্বাসিত কুস্তিগীর


আরও পড়ুনEast Bengal: আরও দুই বছর লাল-হলুদে এই মণিপুরী মিডফিল্ডার


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)