নিজস্ব প্রতিবেদন: ২৬ ডিসেম্বর সুপারস্পোর্টস পার্ক সেঞ্চুরিয়ানে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। ভারতীয় দলে (Team India) ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরার মতো জোরে বোলার থাকলেও, সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) কিন্তু মহম্মদ সিরাজের (Mohammed Siraj ) উপর বাজি ধরলেন। 'মাস্টার ব্লাস্টার'-এর মতে সিরাজের দ্রুত শেখার ইচ্ছা আছে। তাই আসন্ন টেস্ট সিরিজ ছাড়াও সিরাজ ভবিষ্যতেও ভাল পারফরম্যান্স করবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক সাক্ষাৎকারে সচিন বলেন, "সিরাজের পায়ে যেন একটা স্প্রিং লাগানো রয়েছে। ওর রান আপ আমার ভীষণ পছন্দের। সিরাজকে দেখলেই বোঝা যায় যে প্রচুর এনার্জি রয়েছে ওর মধ্যে। ম্যাচের প্রথম ওভার করছে, না কি ম্যাচের শেষ ওভার করছে সেটা ওকে দেখে বোঝারে উপায় নেই। সিরাজ একজন পূর্ণাঙ্গ পেস বোলার। ওর বডি ল্যাঙ্গুয়েজও সব সময় ইতিবাচক থাকে। খুব দ্রুত শিখে নেওয়ার ইচ্ছা আছে সিরাজের। তাই আমার মনে হয় অস্ট্রেলিয়া সফরের পর ও দক্ষিণ আফ্রিকাতেও সাফল্য পাবে।" 


আরও পড়ুন: Asian Champions Trophy: রুদ্ধশ্বাস ম্যাচে Pakistan-কে বধ করে ব্রোঞ্জ জিতল Team India


আরও পড়ুন: Virat Kohli-র পাশে দাঁড়িয়ে Sourav Ganguly-কে কাঠগড়ায় দাঁড় করালেন Dilip Vengsarkar



গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে টেস্টে অভিষেক হয়েছিল হায়দরাবাদের তরুণ পেসার সিরাজের। এখনও পর্যন্ত ১০টি টেস্টে ৩৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪০ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন সিরাজ। ফলে অজিঙ্কা রাহানের নেতৃত্বে সেই টেস্টে ৮ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। ফলে প্রথম টেস্টে ইশান্তের বদলে সিরাজ মাঠে নামলে অবাক হওয়ার কিছুই থাকবে না।  


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App