নিজস্ব প্রতিবেদন: টেস্ট সিরিজের পর একদিনের সিরিজের শুরুটাও টিম ইন্ডিয়ার ভাল হল না। কারণ পার্লে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে স্কোরবোর্ডে বড় রান তুলে, ভারতীয় দলকে পালটা চাপে রাখল প্রোটিয়াসরা। রাসি ভ্যান ডার ডুসেন (Rassie van der Dussen) ও অধিনায়ক টেম্বা বাভুমার (Temba Bavuma) জোড়া শতরানের সুবাদে ৪ উইকেটে ২৯৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ফলে ভারতকে সিরিজে এগিয়ে যেতে হলে ২৯৭ রান করতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাভুমা। তবে প্রোটিয়াসদের শুরুটা একেবারেই ভাল হয়নি। দলের ১৯ রানের মাথায় জ্যানিমেন মালানকে ফিরিয়ে দেন জসপ্রীত বুমরা। অভিজ্ঞ কুইন্টন ডি ককের উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। কিছুক্ষণ পর বুমরা ফের প্রোটিয়াস শিবিরে ধাক্কা দেন। ফলে একটা সময় ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পরে যায় দক্ষিণ আফ্রিকা।


আরও পড়ুন: Glenn Maxwell: BBL-এ ব্যাটিং বিস্ফোরণ, ঝড় তুলে নজির গড়লেন ‘ম্যাড ম্যাক্স’


আরও পড়ুন: BBL: ‘ডাবল হ্যাটট্রিক’ করে বিরল নজির গড়লেন Melbourne Renegades-এর Cameron Boyce, ভিডিও দেখুন


তবে এরপর পালটা লড়াই শুরু করেন বাভুমা ও ভ্যান ডার ডুসেন। এই দুই ব্যাটার চতুর্থ উইকেটে বোর্ডে ২০৪ রান যোগ করেন। দক্ষিণ আফ্রিকার একদিনের  ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক রানের পার্টনারশিপ এটি। ১৪৩ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ১১০ রান করেন বাভুমা। তিনি বুমরার বলে রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও, ফেরানো যায়নি ডুসেনকে। ৯৬ বলে ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা মেরেছেন ডুসেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯৬ তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App