নিজস্ব প্রতিবেদন: অধিনায়ক হিসেবে গ্রেম স্মিথকে (Graeme Smith) তাঁর দেশেই টপকে গেলেন বিরাট কোহলি (Virat Kohli)। এর আগে তিনি ক্লাইভ লয়েড (Clive Lloyd), রিকি পন্টিংকে (Ricky Ponting) পিছনে ফেলেছিলেন। আসলে টেস্টে প্রতিপক্ষকে ২০০ রানের মধ্যে আটকে দিয়েছেন এমন অধিনায়কদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। চলতি বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে (South Africa) প্রথম ইনিংসে ১৯৭ রানে আটকে দেয় কোহলিবাহিনী। এই নিয়ে কোহলির আমলে  প্রতিপক্ষকে ৪৯ বার ২০০ রানের মধ্যে অল আউট করেছে ভারতীয় দল। আর একবার প্রতিপক্ষকে ২০০ রানের মধ্যে গুটিয়ে দিতে পারলেই এই রেকর্ডের বিচারে হাফ সেঞ্চুরি করে ফেলবেন কোহলি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেঞ্চুরিয়ানে প্রথম ইনিংসে ৩২৭ রান করার পর মহম্মদ শামির (৪৪/৫) দাপটে ১৯৭ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াসদের প্রথম ইনিংস। ফলে ১৩০ রানে এগিয়ে ছিল ভারত। 
তবে দ্বিতীয় ইনিংসে বড় রান তুলতে পারেনি টিম ইন্ডিয়া। কাগিসো রাবাদা ৪২ রানে ৪ ও মার্কো জেনসন ৫৫ রানে ৪ উইকেট নিলেন। লুঙ্গি এনগিডি নিলেন ৩১ রানে ২ উইকেট। তবে প্রথম ইনিংসে ১৩০ রানে এগিয়ে থাকার সুবাদে প্রোটিয়াসদের ৩০৫ রানের টার্গেট দিয়েছে কোহলিবাহিনী। 


আরও পড়ুন: Virat Kohli: বিদেশে অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট হওয়ার ১০-এ ১০ করলেন, দেখে নিন মুহূর্তগুলো


আরও পড়ুন: SAvsIND: একুশেও অধরা শতক! Virat Kohli-কে বিঁধলেন Sunil Gavaskar


তবে দুই ইনিংসে ব্যাটে ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে ফের নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন কোহলি। এ বার প্রোটিয়াসদের ১৯৭ রানে আটকে স্মিথকে টপকে গেলেন বিরাট। এর আগে তিনি পিটার মে, ক্লাইভ লয়েড, রিকি পন্টিংদের পিছনে ফেলেছিলেন। দেখে নিন সেই রেকর্ডের তালিকা।


টেস্ট অধিনায়ক যাদের অধীনে একটি দল প্রতিপক্ষকে কত বার ২০০-র নিচে আউট করেছে:


৪৯* - বিরাট কোহলি


৪৮ - গ্রেম স্মিথ


৪০ - পিটার মে


৩৯ - ক্লাইভ লয়েড 


৩৬ - রিকি পন্টিং  


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App