হাঙরের ভয় কাটিয়ে রটনেস্ট চ্যানেল জয় বাঙালিকন্যা সায়নীর

ইংলিশ চ্যানেলের পর এবার অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেলও জয় করলেন বাঙালি কন্যা। 

Updated By: Feb 24, 2018, 06:36 PM IST
হাঙরের ভয় কাটিয়ে রটনেস্ট চ্যানেল জয় বাঙালিকন্যা সায়নীর
ছবি- ফেসবুক

সুখেন্দু সরকার: অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল পেরিয়ে মুকুটে নতুন পালক যোগ করলেন সাঁতারু সায়নী দাস। শনিবার সকালে পার্থে অস্ট্রেলিয়ার 

আরও পড়ুন- ইতিহাস গড়ে বিশ্বকাপে ব্রোঞ্জ অরুণার

স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে রটনেস্ট চ্যানেলে সাঁতার শুরু করেন ইংলিশ চ্যানেলজয়ী সায়নী। ৬ ঘন্টা ৪২ মিনিট পর অস্ট্রেলিয়ার স্থানীয় সময় দুপুর ১২ টা ৫৫ মিনিট নাগাদ দীর্ঘ ১৯.৭ কিলোমিটার পথ সাঁতরে পেরোন সায়নী। ইংলিশ চ্যানেলের পর এবার অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেলও জয় করলেন বাঙালিকন্যা।

অস্ট্রেলিয়া থেকে ২৪ ঘণ্টা ডট কম-কে সায়নী জানালেন,"ইংলিশ চ্যানেল জয় কঠিন ছিল ঠিকই, তবে রটনেস্ট চ্যানেলেও নানা প্রতিকূলতা ছিল। এটা অনেক বেশি ভয়ঙ্কর। ২ মিটার উঁচু ঢেউয়ের সঙ্গে ছিল সাদা হাঙরের ভয়।" 

রটনেস্ট চ্যানেল জয়ের পর সায়নীর র‍্যাঙ্কিং হল ৯১। আগামী সোমবার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে আসছেন সাঁতারু সায়নী দাস।

খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়

.