নিজস্ব প্রতিবেদন: ৩৪৭ দিন পর আইএসএলে (ISL 2022) জয়ের মুখ দেখেছে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। নাওরেম মহেশের (Naorem Mahesh) জোড়া গোলে লাল-হলুদ ব্রিগেড ২-১ হারিয়েছে এফসি গোয়াকে (FC Goa)। মারিও রিভেরার (Mario Rivera) হাত ধরেই ফের তিন পয়েন্ট এসেছে। তবে একথাও সত্যি যে, মারিওর আগে অন্তর্বর্তী কোচ হিসাবে রেনেডি সিং (Renedy Singh) এসসি ইস্টবেঙ্গলের চেহারাটাই বদলে দিয়েছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেনেডি জেতাতে পারেননি টিমকে, কিন্তু স্প্য়ানিশ কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz) চলে যাওয়ার পর আর রিভেরা আসার মধ্য়বর্তী সময়তে তিনি যেন দলে একটা ম্য়াজিক করে দিয়েছেন। অনেকেই বলাবলি শুরু করে দিয়েছিলেন যে, রেনেডি শুরু থেকে দায়িত্ব নিলে এই দলটা পয়েন্ট টেবিলে অনেক ভাল জায়গায় থাকতে পারত। রেনেডির কোচিংয়ে ভারতীয় ফুটবলাররা নিজেদের পুরো উজাড় করে দিয়েছেন। টিম একটা সিস্টেমের মধ্যে এসে গিয়েছিল। এমনকী আইএসএলে এগারো জন ভারতীয় ফুটবলারকে প্রথম একাদশে রেখে ইতিহাসও লিখে দেন মাঝমাঠের প্রাক্তন মহাতারকা। 


আরও পড়ুন: ISL 2021-22: অবশেষে শাপমুক্তি, মহেশের জোড়া গোল, মারিওর হাত ধরে প্রথম জয় পেল SC East Bengal


রেনেডি আপাতত 'অতীত'। এখন দায়িত্ব মারিওর কাঁধে। রেনেডি সদ্যই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। বিয়ে করেছেন পূজা এলাংবামকে (Pooja Elangbam)। রেনেডি বৃহস্পতিবার ফেসবুকে স্ত্রীর জন্য এক আবেগঘন বার্তা দেন। তাঁর আর পূজার বিয়ের ছবি পোস্ট করে লেখেন,"আমার বস লেডি পূজা এলাংবাম আমি দুঃখিত। বিয়ের ঠিক পরে পরেই আমাকে কাজের জন্য় তোমাকে ছেড়ে চলে যেতে হয়েছিল। কিন্তু আমি বাড়ি ফিরে এসেছি। কিছুদিনের মধ্যেই তোমার সঙ্গে দেখা হবে।" 



শোনা যাচ্ছে রেনেডি নাকি আর সহকারি কোচ হিসাবে কাজ করতে ইচ্ছুক নয় বলেই লাল-হলুদ ম্যানেজমেন্টকে জানিয়েছেন। রিভেরার সঙ্গে কোচিং দর্শনে আকাশ-পাতাল ফারাক থাকার জন্য়ই রেনেডি মারিওর সহকারি হিসেবে কাজ করতে চান না। তবে রেনেডি জানিয়েছেন যে, সহকারি ছাড়া যে কোনও পদে থেকে তিনি মারিওকে সাহায্য় করতে চান। এখন মনে করা হচ্ছে দলের পরামর্শদাতা কিংবা টেকনিক্যাল ডিরেক্টর হতে পারেন রেনেডি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)