চেন্নাই সুপার কিংসকে IPL থেকে কেন বাদ দেওয়া হবে না? BCCI কে প্রশ্ন সুপ্রিম কোর্টের
সুপ্রিম কোর্টের শুনানিতে আরও চাপে পড়লেন এন শ্রীনিবাসন। আর কোনও তদন্ত ছাড়াই অবিলম্বে চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে বহিষ্কার করা উচিত বলে নিজের পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট। চেন্নাই দলের মালিকানা সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সর্বোচ্চ কোর্ট। এমনকি সুপার কিংসকে শ্রীনি আর তাঁর পরিবারের কত শতাংশ শেয়ার আছে তাও জানতে চাওয়া হয়েছে।
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের শুনানিতে আরও চাপে পড়লেন এন শ্রীনিবাসন। আর কোনও তদন্ত ছাড়াই অবিলম্বে চেন্নাই সুপার কিংসকে আইপিএল থেকে বহিষ্কার করা উচিত বলে নিজের পর্যবেক্ষণে জানাল সুপ্রিম কোর্ট। চেন্নাই দলের মালিকানা সম্পর্কেও বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সর্বোচ্চ কোর্ট। এমনকি সুপার কিংসকে শ্রীনি আর তাঁর পরিবারের কত শতাংশ শেয়ার আছে তাও জানতে চাওয়া হয়েছে।
শীর্ষ আদালত বিসি সি আই প্রেসিডেন্টকে প্রশ্ন করেছে, ইন্ডিয়া সিমেন্টের প্রসঙ্গেও। শ্রীনিবাসনকে লিখিত জবাব দিতে বলছেন সুপ্রিম কোর্ট। এই প্রথম ক্রিকেট বোর্ড মেনে নিল, সি এস কের অধিকারিক ছিলেন মায়াপ্পন।
এই কেলেঙ্কারিতে বি সি সি আই ও আই পি এল এর সরাসরি যোগের জন্য নিন্দা করেছে সুপ্রিম কোর্ট।