অনুমতি না নিয়ে সোয়াইনস্টাইগারের নামে এবং মুখের আদলে পুতুল বানালো চিনা কোম্পানি
এ বছরই এতদিনের বায়ার্ন মিউনিখ ছেডে় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছেন তিনি। এখনও পর্যন্ত নতুন ক্লাবের হয়ে গোলের খাতাও খুলতে পারেননি। এরই মধ্যে বেজায় বিরক্ত বাস্তিয়ান সোয়াইনস্টাইগার।
![অনুমতি না নিয়ে সোয়াইনস্টাইগারের নামে এবং মুখের আদলে পুতুল বানালো চিনা কোম্পানি অনুমতি না নিয়ে সোয়াইনস্টাইগারের নামে এবং মুখের আদলে পুতুল বানালো চিনা কোম্পানি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/10/26/44043-bastian.jpg)
ওয়েব ডেস্ক: এ বছরই এতদিনের বায়ার্ন মিউনিখ ছেডে় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে এসেছেন তিনি। এখনও পর্যন্ত নতুন ক্লাবের হয়ে গোলের খাতাও খুলতে পারেননি। এরই মধ্যে বেজায় বিরক্ত বাস্তিয়ান সোয়াইনস্টাইগার।
আর হবেন নাই বা কেন? বলা নেই, কওয়া নেই, কোনও অনুমতি নেই, তাঁর মতো দেখতে, তাঁরই নাম দিয়ে বাজারে খেলনা পুতুল বের করে ফেলেছে একটি চিনা কোম্পানি।
আর এটা দেখে বেজায় চটেছেন এই জার্মান ফুটবলার। একে তো বিনা অনুমতিতে খেলনা তৈরি করে বাজারে ছেড়েছে। তার উপর সোয়াইনস্টাইগারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ন্যাত্সি বাহিনীর সৈন্য সাজানো হয়েছে। পুতুলটির পোষাকেও রয়েছে, স্বস্ত্বিক চিহ্ন। আর নাম দেওয়া হয়েছে বাস্তয়ান। কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয়েছে, জার্মান ফুটবলার বাস্তিয়ান নামে। সোয়াইনস্টাইগার আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তবে, এই পুতুলটি সোয়াইনস্টাইগারের অনুকরণে বানানো হয়েছে, মানতে রাজি নয় ওই চিনা কোম্পানি।