বাংলাদেশ সফরে সিনিয়র দল পাঠাতে চায় বিসিসিআই

বিশ্বক্রিকেটে ক্রমশ সমীহ জাগানো নাম হয়ে উঠছে বাংলাদেশ। আর তাই তাদের আর হাল্কাভাবে নেওয়ার ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড। এবার পুরো শক্তির দলই বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডকর্তারা।

Updated By: May 15, 2015, 07:31 PM IST
বাংলাদেশ সফরে সিনিয়র দল পাঠাতে চায় বিসিসিআই

ওয়েব ডেস্ক: বিশ্বক্রিকেটে ক্রমশ সমীহ জাগানো নাম হয়ে উঠছে বাংলাদেশ। আর তাই তাদের আর হাল্কাভাবে নেওয়ার ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় বোর্ড। এবার পুরো শক্তির দলই বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বোর্ডকর্তারা।

এবছর বাংলাদেশ সফরে সিনিয়র দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা। কারণ এবারের বাংলাদেশ দল যথেষ্ঠ শক্তিশালী। তাই কোনওরকম পরীক্ষা নীরিক্ষাতে যেতে রাজি নন নির্বাচকরা। গতবছর বাংলাদেশ সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল ভারত। সামনের সপ্তাহে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল বাছাই হতে পারে। বিসিসিআই সূত্রে জানা ১৯ অথবা ২০ মে দল নির্বাচন হতে পারে। যদিও বোর্ড সভাপতি জগমোহন ডালমিয়ার ইচ্ছা ২৪ মে আইপিএল ফাইনালের পর দল বাছাই করা।

.